BCCI

রোহিতদের কোচ বদলের জল্পনার মাঝেই অন্য এক দলের কোচ বদলে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড!

ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চাকরি থাকবে কি না তা নিশ্চিত নয়। তার মাঝেই অন্য একটি দলের কোচ বদলে ফেলল বিসিসিআই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৭
Share:

ভারতীয় ক্রিকেট বোর্ড বদলে ফেলেছে এক দলের কোচকে। অন্য এক জনকে নতুন দায়িত্বও দেওয়ার হয়েছে। —ফাইল চিত্র

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দ্রাবিড়ের কাজে সন্তুষ্ট নয় বোর্ড। তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। এই জল্পনার মাঝেই এ বার ভারতের মহিলা দলের কোচ বদলে ফেলল বিসিসিআই। দলের প্রধান কোচ রমেশ পওয়ারকে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। অন্য দিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার হৃষিকেশ কানিতকর হয়েছেন হরমনপ্রীত কৌরদের নতুন ব্যাটিং কোচ।

Advertisement

চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু ভারতের মহিলা দলের। তার আগেই কোচ বদল করা হয়েছে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নতুন দায়িত্ব পেয়ে পওয়ার বলেছেন, ‘‘ভারতের মহিলা দলের কোচ হিসাবে খুব ভাল অভিজ্ঞতা হয়েছে। বছরের পর বছর ধরে দেশের কয়েক জন তারকা ক্রিকেটার ও অনেক উঠতি প্রতিভার সঙ্গে সময় কাটিয়েছি। সেখান থেকে যে অভিজ্ঞতা কামিয়েছি সেটা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজে লাগানোর চেষ্টা করব। ভারতীয় দলের বেঞ্চের শক্তি আরও বাড়ানোর জন্য ভিভিএস লক্ষ্মণকে যতটা পারব সাহায্য করব।’’

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান লক্ষ্মণ। তবে তার মধ্যেই মাঝে মাঝে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। পওয়ারকে পেয়ে উচ্ছ্বসিত লক্ষ্মণও। তিনি বলেছেন, ‘‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়েছে পওয়ার। আশা করছি নিজের অভিজ্ঞতা বাকিদের মধ্যে ও ভাগ করে দেবে। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন কোচের দায়িত্ব পালন করেছে পওয়ার। সেটা ওকে অনেক সাহায্য করবে। আমি নিশ্চিত, ভারতীয় ক্রিকেটের ভালর জন্য পওয়ার কাজ করবে। ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’’

Advertisement

অন্য দিকে মহিলা ক্রিকেট দলে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে চ্যালেঞ্জ নিতে তৈরি কানিতকর। তিনি বলেছেন, ‘‘এই দায়িত্ব আমার কাছে সম্মানের। ভারতের মহিলা দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রয়েছে। খুব শক্তিশালী দল। আমি নিশ্চিত, যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের রয়েছে। আমার যা অভিজ্ঞতা রয়েছে সেটা কাজে লাগিয়ে দলের ব্যাটারদের আরও শক্তিশালী করার চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন