BCCI Player Replacement Rule

পন্থের চোট থেকে শিক্ষা, ভারতীয় ক্রিকেটে বদল, পরিবর্ত ক্রিকেটার নামানোর নিয়ম চালু করল বোর্ড

ভারতের ঘরোয়া ক্রিকেটে বড় বদলের পথে হাঁটল বোর্ড। আসন্ন মরসুম লাল বলের ক্রিকেটে কোনও ক্রিকেটার চোট পেয়ে আর খেলতে না পারলে তার পরিবর্তে অন্য ক্রিকেটার নামাতে পারবে দলগুলো। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিনটেই করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৭:৩৭
Share:

চোট পেয়ে পন্থের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সেই মুহূর্ত। ছবি: পিটিআই।

ভারতের ঘরোয়া ক্রিকেটে বড় বদলের পথে হাঁটল বোর্ড। আসন্ন মরসুম লাল বলের ক্রিকেটে কোনও ক্রিকেটার চোট পেয়ে আর খেলতে না পারলে তার পরিবর্তে অন্য ক্রিকেটার নামাতে পারবে দলগুলো। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিনটেই করতে পারবেন। তবে ম্যাচ রেফারি অনুমতি দিলে তবেই পরিবর্ত ক্রিকেটার নামানো যাবে।

Advertisement

বোর্ড এ দিন জানিয়েছে, কোনও ক্রিকেটার যদি ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান, তখন ‘সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট’ (এসআইআর) নিয়ম অনুযায়ী নতুন ক্রিকেটার নামানো যাবে। তবে সেই চোট পেতে হবে ম্যাচের সময় এবং ম্যাচের নির্ধারিত জায়গায়।

ম্যাঞ্চেস্টার টেস্টে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ভাঙা পা নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন তিনি। পঞ্চম টেস্টে একই কাজ করতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের ক্রিস ওকসকে। তিনি বাঁ হাতে ‘স্লিং’ পরে এক হাতে ব্যাট ধরে ক্রিজ়ে নেমেছিলেন।

Advertisement

তখনই আন্তর্জাতিক ক্রিকেটে পরিবর্ত ক্রিকেটার নামানোর দাবি জোরদার হয়েছিল। ভারতের কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছিলেন, তিনি এই নিয়ম চালুর পক্ষে। তবে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস জানিয়েছিলেন, এই নিয়মে অনেক ফাঁকফোঁকর থাকতে পারে। দলগুলো বাড়তি সুবিধা নিতে পারে।

ভারতীয় বোর্ড যে সময়ের চেয়ে এগিয়ে ভাবছে তা স্পষ্ট। সম্প্রতি অহমদাবাদে আম্পায়ারদের সেমিনারে এই নিয়ম নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হজারে ট্রফির মতো সাদা বলের ক্রিকেটে এখনই এই নিয়ম দেখা যাবে না। আগামী দিনে আইপিএলে দেখা যাবে কি না তা নিশ্চিত নয়।

এই নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার চোট পেয়ে বাকি ম্যাচে যদি আর না খেলার মতো অবস্থায় থাকেন, তা হলে ‘এসআইআর’-এর আবেদন করা যাবে। এ ক্ষেত্রে মাঠের আম্পায়ারেরা সংশ্লিষ্ট ক্রিকেটারের চোট খতিয়ে দেখে দরকারে ম্যাচ রেফারি এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে পারেন। ওই ক্রিকেটারের দলের ম্যানেজারকে সরকারি ভাবে ‘এসআইআর’-এর আবেদন করতে হবে। যিনি চোট পেয়েছেন, তাঁর সমান দক্ষতা সম্পন্ন কোনও ক্রিকেটারকেই পরিবর্ত হিসাবে নামানো যাবে।

ম্যাচের আগে দলগুলোকে পরিবর্ত ক্রিকেটারের একটা তালিকা দিতে হবে। তাদের মধ্যে থেকেই ‘এসআইআর’ হিসাবে কাউকে বেছে নিতে হবে। যদি কোনও দলের উইকেটকিপার চোট পান এবং পরিবর্তের তালিকায় কোনও উইকেটকিপারের নাম না থাকে, তা হলে ম্যাচ রেফারি বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তালিকার বাইরে থাকা কোনও উইকেটকিপার নেওয়ার অনুমতি দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement