domestic cricket rule changes by bcci

ভারতের ঘরোয়া ক্রিকেটে আসছে একাধিক বদল, নিয়ম পরিবর্তন হচ্ছে দু’টি প্রতিযোগিতায়

চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট। দলীপ ট্রফি দিয়ে শুরু হবে মরসুম। তার আগে একাধিক নতুন নিয়মের কথা প্রকাশ্যে আনল বোর্ড। কী কী নিয়ম বদলেছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৮:৫৩
Share:

ঘরোয়া ক্রিকেটে বদল। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

চলতি মাসেই শুরু হচ্ছে ভারতের ঘরোয়া ক্রিকেট। দলীপ ট্রফি দিয়ে শুরু হবে মরসুম। তার আগে একাধিক নতুন নিয়মের কথা প্রকাশ্যে আনল বোর্ড। দলীপ ট্রফি যে আঞ্চলিক ফরম্যাটে ফিরছে তা আগেই জানানো হয়েছিল। এ বার জানানো হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হজারে ট্রফিতে বদলের খবরও।

Advertisement

দলীপ ট্রফি দিয়ে মরসুম শুরু হবে। শেষ হবে মহিলাদের আন্তঃআঞ্চলিক ট্রফি দিয়ে। পরের বছরের এপ্রিল পর্যন্ত চলবে ঘরোয়া ক্রিকেটের মরসুম। কী কী বদল আসছে ঘরোয়া ক্রিকেটে?

১) পুরুষদের দলীপ ট্রফি এবং মহিলাদের চ্যালেঞ্জার প্রতিযোগিতা এ বার থেকে হবে আঞ্চলিক। ছ’টা আঞ্চলিক দল গড়া হবে।

Advertisement

২) এ বার থেকে এলিট গ্রুপ থেকে একটাই দলের অবনমন হবে। প্লেট গ্রুপ থেকে এলিটে উঠতে পারবে একটা দল।

৩) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এ বার থেকে সুপার লিগ খেলা হবে। নকআউট থাকছে না।

৪) বিজয় হজারে, মহিলাদের একদিনের ট্রফি, পুরুষদের অনূর্ধ্ব-২৩ ট্রফিতে চারটে এলিট গ্রুপ এবং একটা প্লেট গ্রুপ থাকবে। বাকি জুনিয়র এবং মহিলাদের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় পাঁচটা এলিট এবং একটা প্লেট গ্রুপের মডেল অনুসরণ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement