BCCI

চুক্তির ‘এ+’ ক্যাটাগরিতে থাকার যোগ্য নন কোহলি-রোহিত! বুমরাহের জন্য বিশেষ ভাবনা, জানালেন বোর্ড সচিব শইকীয়া

বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা এবং জশপ্রীত বুমরাহ ছিলেন বিসিসিআইয়ের ‘এ+’ ক্যাটাগরিতে। বুমরাহ ছাড়া বাকিরা এই ক্যাটাগরিতে থাকার যোগ্যতা হারিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৭:৫১
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং রোহিত শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিরাট কোহলি, রোহিত শর্মাদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবে না ‘এ+’ ক্যাটাগরি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমনই সিদ্ধান্ত নিয়েছে। আগামী কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরির সংখ্যা কমে হবে তিনটি। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement

সাধারণত চারটি ক্যাটাগরি থাকে ক্রিকেটারদের জন্য। ‘এ+’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটারের চুক্তি অনুযায়ী বছরে ৭ কোটি টাকা করে পান বিসিসিআইয়ে কাছ থেকে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারেরা বছরে ৫ কোটি টাকা, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারেরা বছরে ৩ কোটি টাকা এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারেরা বছরে ১ কোটি টাকা করে পান। কোহলি, রোহিতের মতো ক্রিকেটারেরা গত কয়েক বছর ধরে ছিলেন ‘এ+’ ক্যাটাগরিতে। এ বার তাঁদের নামিয়ে দেওয়া হবে ‘এ’ ক্যাটাগরিতে।

এক সাক্ষাৎকারে শইকীয়া বলেছেন, ‘‘কেন্দ্রীয় চুক্তির পরিকল্পনা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। আমরা একটা ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, যে ক্রিকেটারেরা ‘এ+’ ক্যাটাগরিতে থাকার যোগ্য, তারা কেউই তিন ধরনের ক্রিকেট খেলে না। বলা ভাল, একটি ফরম্যাটে খেলে। আমরা ‘এ+’ ক্যাটাগরির জন্য যে যোগ্যতামান নির্ধারণ করেছি, তাতে কেউ নেই। তাই এই ক্যাটাগরিটা থাকছে না।’’

Advertisement

শেষ বার ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন চার জন ক্রিকেটার। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরাহ। কোহলি এবং রোহিত এখন শুধু এক দিনের ক্রিকেট খেলেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাডেজাও। বুমরাহ তিন ধরনের ক্রিকেট খেললেও সব সিরিজ়ে তাঁকে পাওয়া যায় না। শইকীয়া বলেছেন, ‘‘যারা ‘এ+’ ক্যাটাগরিতে ছিল, তাদের অধিকাংশই তিন ধরনের ক্রিকেট খেলে না। এক জনকে নিয়ে একটা ক্যাটাগরি রাখা যায় না। একটা ক্যাটাগরির রাখতে হলে ন্যূনতম ক্রিকেটার তাতে রাখতে হয়। তাই আমাদের এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। এর মধ্যে কারও আঘাত পাওয়ার কিছু নেই।’’

শইকীয়া ইঙ্গিত দিয়েছেন, বুমরাহের আয়ের বিষয়টি তাঁরা ভাবছেন। জোরে বোলারের আয় যাতে কমে না যায়, সে জন্য বিকল্প ব্যবস্থা করা হতে পারে। কী সেই ব্যবস্থা তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement