Asia Cup 2025

এশিয়া কাপ ক্রিকেট নিয়ে নতুন জটিলতা! বৈঠক ঢাকায়, যেতে নারাজ ভারতীয় বোর্ড, না-খেলার হুঁশিয়ারি

এশিয়া কাপের সূচি এখনও চূড়ান্ত করা যায়নি। এশীয় ক্রিকেট সংস্থার বৈঠক রাখা হয়েছে বাংলাদেশের ঢাকায়। জায়গা বদলের জন্য এসিসি-কে অনুরোধ করেছে ভারতীয় বোর্ড। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১২:৩৭
Share:

এশিয়া কাপের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

এশিয়া কাপের সূচি এখনও চূড়ান্ত করা যায়নি। আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে তাই নিয়ে সমাধানসূত্রও মেলেনি। এর মধ্যে এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) বৈঠক রাখা হয়েছে বাংলাদেশের ঢাকায়। জায়গা বদলের জন্য এসিসি-কে অনুরোধ করেছে ভারতীয় বোর্ড। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের জেরে সে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও তলানিতে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও পিছিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় ঢাকায় বৈঠক করতে যেতে রাজি নন বোর্ডকর্তারা। তারা এসিসি-কে জানিয়েছেন, অন্যত্র বৈঠক আয়োজন করা হোক। ঢাকায় তাঁরা যাবেন না।

এক সূত্র বলেছেন, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কথা ভেবে সে দেশে আমাদের যাওয়া উচিত হবে না। আমরা বৈঠকের জায়গা বদলে ব্যাপারে ইতিমধ্যেই এসিসি-কে জানিয়ে দিয়েছি।”

Advertisement

ভারত যদি নিজেদের দেশে প্রতিযোগিতা আয়োজন করতে না চায়, সে ক্ষেত্রে বিকল্প হিসাবে সংযুক্ত আরব আমিরশাহির কথা ভেবে রাখা হয়েছে। তখনও আয়োজক থাকবে ভারতই। বোর্ডের এক সূত্র ‘স্পোর্টস তক’কে বলেছেন, “আমিরশাহিতে এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছিল পহেলগাঁও হামলার আগেই। তার পর পরিস্থিতি বদলে গিয়েছে। এখন সরকার আমাদের যা বলবে সেটাই করব।”

প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দু’দিন পর, ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও সেই ম্যাচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা এখনও নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement