India vs England

ইংল্যান্ড সিরিজ়‌ে কি সুযোগ পাবেন রোহিত, কোহলি? উত্তর দিলেন বোর্ড সচিব

আইপিএলের পরেই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়‌। সেই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। দল নির্বাচন নিয়ে মুখ খুললেন বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১২:১৮
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আইপিএলের পরেই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়‌। সেই সিরিজ়‌ের দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। দল নির্বাচন নিয়ে মুখ খুললেন বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement

তিনি জানিয়েছেন, আর দু’সপ্তাহের মধ্যেই ইংল্যান্ড সিরিজ়ের দল বেছে নেওয়া হবে। আইপিএল ফাইনালের আগেই নির্বাচক প্রধান অজিত আগরকর এবং বাকি নির্বাচকেরা বসে আলোচনা করে দল বেছে নেবেন।

তবে রোহিত, কোহলিকে নেওয়া হবে কি না, সে ব্যাপারে মন্তব্য করতে চাননি তিনি। জানিয়েছেন, এ ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নির্বাচকদের। তাঁরাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

Advertisement

নিউ জ়‌িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর দু’টি টেস্ট সিরিজ়‌ হেরেছে ভারত। প্রথম বার টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি। পরের টেস্ট বিশ্বকাপ শুরু হচ্ছে ইংল্যান্ড সফর থেকেই। এ বার কোনও ঝুঁকি নিতে রাজি নয় ভারত।

সে কারণেই রোহিত এবং কোহলিকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কারণ দু’জনেরই সাম্প্রতিক ফর্ম আকর্ষণীয় নয়। কোচ গৌতম গম্ভীরও স্পষ্ট বলে দিয়েছেন, পারফরম্যান্স না করতে পারলে দলে টিকে থাকা কঠিন।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, “যত দিন ওরা ভাল খেলছে, তত দিন দলের থাকবে। আপনি কোথায় শুরু করবেন এবং কোথায় শেষ করবেন সেটা আপনার ব্যাপার। কোনও কোচ, নির্বাচক, বোর্ডকর্তা আপনাকে বলতে পারে না যে কখন খেলা ছাড়তে হবে। যদি ভাল খেলতে পারেন তা হলে ৪০ কেন, ৪৫ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement