বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।
রোহিত শর্মা কি আচমকা টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন? বিরাট কোহলিও কি তাই? কয়েক দিন আগে টেস্ট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রোহিত। তার পরেই কোহলি জানিয়ে দেন, তিনিও লাল বলের ক্রিকেট ছাড়তে চান। তবে দুই ক্রিকেটারের নেপথ্যকাহিনি এক নয়। রোহিতকে বোর্ড জানিয়ে দিয়েছিল যে, টেস্ট দলে তাঁর জায়গা নেই। কিন্তু কোহলির সিদ্ধান্তে অবাক হয়েছে তারা। অর্থাৎ, দুই তারকাকে নিয়ে দুই মেরুতে বোর্ড।
গত ৭ মে মুম্বইয়ে বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক হয় নির্বাচক প্রধান অজিত আগরকরের। সে দিনই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন রোহিত। ‘দৈনিক জাগরণ’-এর একটি রিপোর্টে জানানো হয়েছে, রোহিতকে অনেক আগেই তাদের চিন্তাভাবনা স্পষ্ট করে দিয়েছিল ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দিয়েছিল, রোহিত আর বোর্ডের টেস্ট দলের পরিকল্পনায় নেই। যদি তিনি নিজে না সরতেন তা হলে হয়তো ইংল্যান্ড সফরের আগে রোহিতকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হত। এমনকি, ইংল্যান্ড সিরিজ়ের দলে তিনি হয়তো জায়গাও পেতেন না। সেই কথা রোহিতকে স্পষ্ট করে দিয়েছিল বোর্ড। তার পরেই অবসর ঘোষণা করেন তিনি।
কিন্তু কোহলি যে হঠাৎ অবসর নেওয়ার কথা ভাববেন সেটা বোর্ড বুঝতে পারেনি। কারণ, রোহিতের পাশাপাশি কোহলিও যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তা হলে ইংল্যান্ড সফরে দুই অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া যেতে হবে ভারতকে। সেটা চাননি নির্বাচকেরা। তাই কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে বোর্ড। জানা গিয়েছে, কোহলি নিজের সিদ্ধান্তে অনড়। বোর্ড অবশ্য কোহলিকে জোর করতে চাইছে না। কারণ, অবসরের সিদ্ধান্ত একজন ক্রিকেটারের ব্যক্তিগত। তাই তাতে বেশি নাক গলাতে চাইছে না বিসিসিআই।
রোহিতের খারাপ ফর্ম তাঁকে টেস্ট ক্রিকেট থেকে দূরে সরিয়ে দিয়েছে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড ও তার পরে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে খুব খারাপ সিরিজ় গিয়েছে রোহিতের। একের পর এক ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। বাধ্য হয়ে অস্ট্রেলিয়ায় শেষ টেস্টে অধিনায়ককেই প্রথম একাদশের বাইরে রাখতে হয়েছিল। সেই ঘটনার পর রোহিতকে আর টেস্ট দলে রাখতে চাইছিল না বোর্ড। সেটা স্পষ্ট করে দিয়েছিল তারা।
রোহিত অবসর নেওয়ায় টেস্ট ক্রিকেটে নতুন অধিনায়ক বাছতে হবে ভারতকে। বোর্ডের পরিকল্পনা, এমন কাউকে অধিনায়ক করা হবে যাকে সব টেস্ট খেলানো যাবে। সেই কারণে, জসপ্রীত বুমরাহ নেতৃত্বের দৌড় থেকে সরে গিয়েছেন। দৌড়ে রয়েছেন শুভমন গিল ও ঋষভ পন্থ। তবে যা মনে হচ্ছে, শুভমনই ভারতের পরবর্তী অধিনায়ক হতে চলেছেন। ২৩ মে ইংল্যান্ড সিরিজ়ের দল ঘোষণা হওয়ার কথা। সেই সময়ই নতুন অধিনায়কের কথা ঘোষণা করবে বিসিসিআই।