IPL 2025

বোর্ডের নির্দেশের পরেই মাঠে নেমে পড়ল একটি দল, সকলের আগে আইপিএলের অনুশীলন শুরু কাদের?

ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সব দলকে একত্রিত হতে হবে। নির্দেশ পেয়েই অনুশীলন শুরু করে দিয়েছে আইপিএলের একটি দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১০:১০
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হতেই আবার শুরু হতে চলেছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, মঙ্গলবারের মধ্যে সব দলকে একত্রিত হতে হবে। তবেই চলতি সপ্তাহের শেষ দিকে আবার প্রতিযোগিতা শুরু করা যাবে। বোর্ডের নির্দেশ পেয়েই অনুশীলন শুরু করে দিয়েছে গুজরাত টাইটান্স। তারাই আইপিএলের প্রথম দল যারা অনুশীলন শুরু করেছে।

Advertisement

রবিবার সন্ধ্যায় মাঠে নেমে পড়েছে গুজরাত। অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন শুভমন গিলেরা। গুজরাতের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, “হ্যাঁ, আমরা অনুশীলন শুরু করেছি। দলের ছেলেরা আত্মবিশ্বাসী। মাঠে নামার জন্য আমরা তৈরি।”

গুজরাতের প্রায় পুরো দলই অনুশীলন করেছে। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারেরাও মাঠে ছিলেন। গুজরাতের দুই বিদেশি জস বাটলার ও জেরাল্ড কোয়েৎজ়ি দেশে ফিরে গিয়েছেন। বাকিরা ভারতেই ছিলেন। ফলে তাঁদের অনুশীলন শুরু করতে সমস্যা হয়নি। বাটলার ও কোয়েৎজ়ি খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

পয়েন্ট তালিকায় এখন সকলের উপরে রয়েছে গুজরাত। ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট তাদের। নেট রানরেট ০.৭৯৩। আর একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে গুজরাত। তবে তাদের লক্ষ্য প্রথম দুই দলের মধ্যে শেষ করা। সেই লক্ষ্যেই সকলের আগে অনুশীলন শুরু করেছেন শুভমনেরা।

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে গত শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পরে তা আবার শুরু হবে বলে জানা গিয়েছে। আগামী শুক্রবার প্রতিযোগিতা আবার নতুন করে শুরু হওয়ার কথা। মাঝে এতগুলি খেলা না হওয়ায় নতুন করে সূচি তৈরি করেছে ভারতীয় বোর্ড। তা ১০ দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সম্মত হলেই তা প্রকাশ করা হবে। এক সপ্তাহ সময় নষ্ট হওয়ায় কয়েক দিন পিছিয়ে গিয়েছে ফাইনাল। ২৫ মে-র বদলে ৩০ মে ফাইনাল হতে পারে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement