Nurul Hasan

প্রথম স্লিপে দাঁড়িয়ে উইকেটরক্ষক! বাংলাদেশের নুরুলের কাণ্ডে হাসি চাপতে পারলেন না আম্পায়ারও

অদ্ভুত ঘটনা ঘটালেন বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান। নিজের জায়গায় না দাঁড়িয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন তিনি। তা দেখে হাসি চাপতে পারেননি আম্পায়ারও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৫ ২০:৪৮
Share:

নুরুল হাসান। —ফাইল চিত্র।

উইকেটরক্ষকের দাঁড়ানোর কথা উইকেটের ঠিক পিছনে। অনেক সময় স্লিপে কেউ না থাকলে উইকেটরক্ষক কিছুটা ডান দিকে দাঁড়িয়ে থাকেন। তাই বলে একেবারে প্রথম স্লিপের জায়গায়। অদ্ভুত ঘটনা ঘটালেন বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান। নিজের জায়গায় না দাঁড়িয়ে প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। তা দেখে হাসি চাপতে পারেননি আম্পায়ারও।

Advertisement

নিউ জ়িল্যান্ড এ ও বাংলাদেশ এ দলের মধ্যে তৃতীয় ম্যাচে ঘটে এই ঘটনা। প্রথমে ব্যাট করে ২২৮ রান করে বাংলাদেশ এ। রান তাড়া করতে নেমে তখন নিউ জ়িল্যান্ড এ দলের রান বিনা উইকেটে ৩৫। ব্যাট করছিলেন রিস মাইরু ও ডেল ফিলিপ্স। পঞ্চম ওভারে বল করছিলেন ইবাদত হোসেন। তখনই দেখা যায়, প্রথম স্লিপে দাঁড়িয়ে নুরুল।

ইবাদতের বল ব্যাটে লাগাতে পারেননি মাইরু। বল সোজা বেরিয়ে যায়। কিন্তু নুরুল এমন জায়গায় দাঁড়িয়েছিলেন যে বল ধরতে পারেননি তিনি। বল সোজা গিয়ে লাগে উইকেটের পিছনে রাখা হেলমেটে। তার পরে তা যায় থার্ড ম্যান অঞ্চলে। দৌড়ে এক রান নেন দুই ব্যাটার। তবে হেলমেটে বল লাগায় পাঁচ রান পেনাল্টি হিসাবে দেন আম্পায়ার। শেষ পর্যন্ত দু’ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় নিউ জ়িল্যান্ড এ।

Advertisement

নুরুল কেন প্রথম স্লিপে দাঁড়িয়েছিলেন তা জানা নেই। তার আগের বলেও নিজের জায়গাতেই দাঁড়িয়েছিলেন তিনি। তবে কি সেই বলের আগে ভুল করে ডান দিকে সরে যান নুরুল? বাংলাদেশের বাকি ক্রিকেটারেরাও এই ঘটনায় অবাক হয়ে যান। আম্পায়ারকেও হাসতে দেখা যায়। তাঁরাও বিশ্বাস করতে পারছিলেন না, কী ভাবে এই সাধারণ বিষয়ে ভুল করলেন নুরুল।

বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট, সাতটি এক দিনের ম্যাচ ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন নুরুল। টেস্টে ৪৪০, এক দিনের ম্যাচে ১৭৫ ও টি-টোয়েন্টিতে ৪৪৫ রান করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ফর্ম ভাল না থাকায় বাংলাদেশ এ দলে খেলানো হচ্ছিল তাঁকে। সেখানেই অদ্ভুত ঘটনা ঘটালেন নুরুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement