আকাশের (ডান দিক থেকে তৃতীয়) হাতে চেক তুলে দিচ্ছেন লক্ষ্মীরতন শুক্ল (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত।
বাংলার অসুস্থ ক্রিকেটার আকাশ বিশ্বাসের পাশে দাঁড়ালেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। মঙ্গলবার আকাশের সঙ্গে দেখা করেন লক্ষ্মী। তাঁর হাতে তুলে দেন ২ লক্ষ টাকা। লক্ষ্মীর সঙ্গে ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য। ছিলেন চরণজিৎ সিংহ ও সুরজিৎ লাহিড়ী।
আনন্দবাজার ডট কম-কে লক্ষ্মী বললেন, “আকাশ বাংলার ছেলে। কালীঘাট ক্লাবে খেলেছে। প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছে। গত বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেও ছিল। ওর দুটো কিডনিই খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপনে অনেক খরচ। আমি চেষ্টা করেছি সাহায্য করার। আশা করছি সকলেই এগিয়ে আসবে।”
আকাশ দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী লক্ষ্মী। তিনি বললেন, “ওর মায়ের সঙ্গে ওর কিডনি মিলে গিয়েছে। অরূপদা ওর চিকিৎসায় সাহায্য করছে। মেডিক্যাল কলেজের সঙ্গে কথা হয়েছে। দাদাও (সৌরভ গঙ্গোপাধ্যায়) পাশে দাঁড়িয়েছেন। আমরা সকলে মিলে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।”
এই মাসের শুরুতে আকাশের মা-কে তাঁর বেহালার অফিসে ডেকেছিলেন সৌরভ। তাঁকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আকাশের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও করেছেন। জানা গিয়েছে, আকাশের মা তাঁকে একটি কিডনি দেবেন। সেই কারণেই আর্থিক সাহায্য করছেন সৌরভ, লক্ষ্মীরা। সুস্থ হয়ে উঠলে আকাশকে সিএবি-তে একটা চাকরি দেওয়ারও পরিকল্পনা রয়েছে।