Team India Women

টেস্ট অভিষেকেই অর্ধশতরান বাঙালির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নিল ভারত

অভিষেক ম্যাচেই অর্ধশতরান করলেন রিচা ঘোষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ রানের ইনিংস খেললেন বাংলার মেয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিলেন রিচা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:২৯
Share:

রিচা ঘোষ। ছবি: এক্স।

অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন বাংলার রিচা ঘোষ। বাংলার মেয়ে ৫২ রান করে আউট হলেন। তাঁর দাপটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিড নিল ভারত। রিচার সঙ্গে জুটি গড়েন জেমাইমা রদ্রিগেজ। তাঁরা ১১৩ রানের জুটি গড়েন। অস্ট্রেলিয়ার ২১৯ রানের গণ্ডি পার করে যান তাঁরা।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টেই অভিষেক হয় রিচার। বাংলার উইকেটরক্ষককে দলে নিলেও তাঁকে গ্লাভস দেননি হরমনপ্রীত কৌরেরা। উইকেটরক্ষার দায়িত্ব ছিল যষ্টিকা ভাটিয়ার উপর। ব্যাটার হিসাবেই দলে জায়গা করে নিয়েছিলেন রিচা। সেই ভরসার মান রাখলেন তিনি। ১০৪ বলে ৫২ রান করলেন রিচা। সাতটি চার মারেন তিনি।

২০০৫ সালে শেষ বার ভারতের মহিলাদের টেস্ট দলে অভিষেক হয়েছিল কোনও বাঙালি ক্রিকেটারের। ১৮ বছর পরে আবার অভিষেক হয় এক জনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন শিলিগুড়ির রিচা। রিচার হাতে টেস্ট দলের টুপি তুলে দিয়েছিলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। রিচার বিশেষ দিনে মাঠে ছিলেন তাঁর বাবা, মা ও বোন। পরিবারের সঙ্গে হাসিমুখে ছবি তোলেন তিনি।

Advertisement

রিচা আউট হওয়ার পরেই একের পর এক উইকেট হারায় ভারত। কোনও রান না করে আউট হয়ে যান হরমনপ্রীত। যষ্টিকা করেন ১ রান। ভারতের দুই ওপেনার রান পেয়েছেন। শেফালি বর্মা ৪০ রান করেন। ৯০ রানের জুটি গড়েন ভারতীয় ওপেনারেরা। অন্য ওপেনার স্মৃতি মন্ধানা ৭৪ রান করেন। রান আউট হয়ে যান তিনি।

ভারতের হয়ে এখনও লড়ছেন জেমাইমা। তিনি ৬৮ রান করেন। এখনও অপরাজিত তিনি। লোয়ার অর্ডারকে নিয়ে ব্যাট করছেন জেমাইমা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন