মহম্মদ শামির লড়াই কাজে এল না। ছবি: পিটিআই।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে পুদুচেরীর কাছে হেরে গেল বাংলা। প্রথমে ব্যাট করে পুদুচেরী করে ৫ উইকেটে ১৭৭ রান। জবাবে বাংলার ইনিংস শেষ হল ১৩.৫ ওভারে ৯৬ রানে। বাংলার ব্যাটারদের মধ্যে কর্ণ লাল ছাড়া কেউ ২২ গজে দাঁড়াতেই পারলেন না। দাম পেল না মহম্মদ শামির ৩ উইকেট। ৮১ রানে হেরে গেল বাংলা।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অভিমন্যু ঈশ্বরণ। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি পুদুচেরী। ৩৪ রানে ২ উইকেট হারায় তারা। দুই ওপেনার ভানু আনন্দ (১১) এবং অদিত্যা গাড়ওয়াল (১০) আউট হয়ে যান। তার পর পুডুচেরির ইনিংসের হাল ধরেন যশবন্ত শ্রীরাম এবং অধিনায়ক আমন খান। তৃতীয় উইকেটে জুটিতে তাঁরা তোলেন ৬৮ রান। শ্রীরামকে আউট করে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন শামি। আমনকেও আউট করেন তিনি। এর পর পুদুচেরীর আর কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। শামি ম্যাচে ৩ উইকেট নিয়েছেন ৩৪ রান দিয়ে। ৫৩ রানে ২ উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের।
জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারলেন না বাংলার ব্যাটারেরা। অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করে আউট হয়ে যান। অন্য ওপেনার কর্ণ করলেন ২৩ বলে ৪০ রান। ৭টি চার এবং ১টি ছয় মারেন তিনি। তিন নম্বরে নেমে ঈশ্বরণ করেন ৬ বলে ১২। বাংলা আর কোনও ব্যাটার দু’অঙ্কের রানও করতে পারেননি। যুবরাজ কেসওয়ানি (৭), সুদীপ কুমার ঘরামী (৫), হাবিব গান্ধী (৩), ঋত্বিক (৮), প্রদীপ্ত প্রামাণিক (২), আকাশ দীপ (০), শামিরা (৫) পর পর আউট হয়ে গিয়েছেন হায়দরাবাদের ২২ গজে।
পুদুচেরীর দুই বোলার জয়ন্ত যাদব এবং সিদাক সিংহের সামনে অসহায় দেখিয়েছে বাংলার ব্যাটারদের। এক জনও ন্যূনতম লড়াই করতে পারলেন না। জয়ন্ত ২৮ রানে ৪ উইকেট নিলেন। ৯ রানে ৩ উইকেট সিদাকের। এ ছাড়া ৫ রানে ১ উইকেট আমনের। ২৪ রানে ১ উইকেট নিয়েছেন আদিল আয়ুব তুন্ডা।