India vs South Africa 2025

চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে নেই তিন ক্রিকেটার

দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলার সময় দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তাঁদের এখনই আর খেলানোর ঝুঁকি নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আরও এক ক্রিকেটার এখনও ফিট হতে পারেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬
Share:

এডেন মার্করাম। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরি‌জ়ের আগে ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে। চোটের জন্য দু’জন ক্রিকেটারকে পাবেন না এডেন মার্করাম। তাঁরা খেলতে পারছেন না তৃতীয় এক দিনের ম্যাচেও। শনিবার চোটের জন্য খেলতে পারছেন না নান্দ্রে বার্গারও। ফলে সিরিজ় নির্ণায়ক ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

Advertisement

চোটের জন্য বাকি ভারত সফর থেকে ছিটকে গেলেন ব্যাটার টনি ডিজ়র্জি এবং জোরে বোলার কোয়েনা মাফাকা। দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে মাফাকা নিয়মিত সদস্য না হলেও ডিজ়র্জি গুরুত্বপূর্ণ সদস্য। ইনিংস শুরু করতে পারেন তিনি। আগ্রাসী ব্যাটার হিসাবে পরিচিত ডিজ়র্জি। শনিবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সমাজমাধ্যমে দুই ক্রিকেটারের চোটের কথা জানিয়েছে। ডিজ়র্জির পরিবর্ত ক্রিকেটারের নাম জানানো না হলেও মাফাকার বদলে টি-টোয়েন্টি সিরিজ়ের দলে নেওয়া হয়েছে জোরে বোলার লুথো সিপামলাকে।

দ্বিতীয় এক দিনের ম্যাচ খেলার সময় বার্গারের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। পরে আর বল করতে পারেননি। ব্যাট করার সময় ডিজ়র্জিরও ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি শুরু হয়। দক্ষিণ আফ্রিকার ফিজিয়ো মাঠে নেমে শুশ্রূষা করলেও কয়েক বল খেলেই উঠে যেতে হয় ডিজ়র্জিকে। শুক্রবার দু’জনেরই স্ক্যান করানো হয়। বড় চোট এড়াতে দু’জনকেই আপাতত বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

অন্য দিকে, বেশ কিছু দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন মাফাকা। তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। মনে করা হয়েছিল, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু তাঁর চোট এখনও সম্পূর্ণ সারেনি। ফলে তাঁকেও টি-টোয়েন্টি সিরিজ়ের দল থেকে বাদ দেওয়া হয়েছে। চোটের জন্য কাগিসো রাবাডকেও পাচ্ছে না প্রোটিয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement