Wriddhiman Saha

Wriddhiman Saha: ঋদ্ধিদের সামনে ছত্তীসগঢ়

কোচ অরুণ লাল তাই বোলার-নির্ভর দল সাজাচ্ছেন। মোট ছ’জন বোলার নিয়ে নামার পরিকল্পনা তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ০৭:১৮
Share:

প্রস্তুতি: বাংলার অনুশীলনে ঋদ্ধি। বুধবার। সিএবি।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে আজ, বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের মুখোমুখি বাংলা। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে সকাল ৮টা থেকে শুরু ম্যাচ। বাংলা দলের মূল উদ্বেগ, পিচ থেকে আর্দ্রতা কমার আগেই ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। স্যাঁতসেঁতে পিচে প্রথমে ব্যাট করতে হলে বীর প্রতাপ সিংহদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হতে
পারে বাংলাকে।

Advertisement

কোচ অরুণ লাল তাই বোলার-নির্ভর দল সাজাচ্ছেন। মোট ছ’জন বোলার নিয়ে নামার পরিকল্পনা তাঁর। যাতে প্রথমে বল করার সুযোগ পেলে বিপক্ষের উপরে চাপ সৃষ্টি করতে পারে দল। মোট তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নামতে চান বাংলার কোচ। মুকেশ কুমার, আকাশ দীপ ও ঈশান পোড়েলই বোলিং বিভাগের মূল স্তম্ভ। স্পিন বিভাগে রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজ়় আহমেদ ও কর্ণ লালের মতো প্রতিভা। বাংলার নতুন নেতা সুদীপ চট্টোপাধ্যায়ের দুরন্ত ছন্দ আত্মবিশ্বাস বাড়াচ্ছে দলের। রয়েছেন ঋদ্ধিমান সাহার মতো অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। তাঁদের উপরেই নির্ভর করবে ম্যাচের ভাগ্য।

কোচ অরুণ লাল বলছিলেন, ‘‘সব চেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলা। তাই প্রথম ম্যাচ থেকেই ফাইনাল হিসেবে লড়তে হবে। মরসুমের প্রথম ম্যাচ জিতলে আলাদা ছন্দে খেলতে শুরু করে দল। সকাল ৮টা থেকে খেলা শুরু। এটাই সব চেয়ে চিন্তার কারণ।’’

Advertisement

বাংলার গ্রুপে ছত্তীসগঢ়ের পাশাপাশি রয়েছে মুম্বই, কর্নাটক, বরোদা ও সার্ভিসেস। প্রত্যেকেই টি-টোয়েন্টিতে বড় শক্তি। অরুণ লাল তাই বলেছিলেন, ‘‘কোনও দলকেই ছোট করে দেখা যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন