IPL 2025

সূর্যবংশীর বৈভবে মুগ্ধ বিহারের মুখ্যমন্ত্রী, কিশোর ব্যাটারকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন নীতীশ

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে বৈভব সূর্যবংশী। বিহারের ১৪ বছরের ব্যাটারের দাপটে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। উচ্ছ্বসিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৭:০৫
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলে প্রথম শতরান করার পুরস্কার পেল বৈভব সূর্যবংশী। ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলা কিশোরের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

Advertisement

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলে সূর্যবংশী। ১৪ বছরের কিশোরকে থামাতে পারেননি মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, রশিদ খানের মতো অভিজ্ঞ বোলার। মাঠের সব দিকে অনায়াসে শট খেলেছে সূর্যবংশী। তার দাপটে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ সূর্যবংশীকে দেখে। মুগ্ধ বিহারের মুখ্যমন্ত্রীও। রাজ্যের সম্ভাবনাময় ব্যাটারের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। সমাজমাধ্যমে সূর্যবংশীর সঙ্গে নিজের ২০২৪ সালের একটি ছবিও পোস্ট করেছেন। নীতীশের আশা, সূর্যবংশী ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পাবেন।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সোমবার সূর্যবংশীর ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ১০১ রানের ইনিংস। ৭টি চার এবং ১১টি ছক্কা রয়েছে তার ইনিংসে। তার দাপটে ১৫.৫ ওভারের ২১০ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement