Sourav Ganguly Backs Mohammed Shami

ইডেন টেস্টের পর আবার শামির হয়ে ব্যাট ধরলেন সৌরভ! ‘শামি ও স্পিনারেরা গম্ভীরকে জেতাবে’

দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোগ পাননি মহম্মদ শামি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, ভারতের টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ২৩:০৩
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

আগেও মহম্মদ শামির পাশে দাঁড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও এক বার সেই কাজ করতে দেখা গেল তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দলে সুযোগ পাননি শামি। সৌরভের মতে, ভারতের টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত। ভারতকে জেতাতে বড় ভূমিকা নিতে পারেন বাংলার পেসার।

Advertisement

ইডেন গার্ডেন্সে ভারতকে ৩০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ইনিংসে ভারতীয় বোলারেরা ভাল বল করেছেন। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ভারতকে। তার পরেও শামির দলে ঢোকা প্রয়োজন বলে মনে করেন সৌরভ।

ইডেন টেস্টের পর ‘স্পোর্টস তক’-কে সৌরভ বলেন, “আমি গম্ভীরকে সমীহ করি। ২০১১ বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে ও খুব ভাল খেলেছে। এখন ও দলের কোচ। দেশের মাটিতে ভাল পিচে ওর খেলা উচিত। বুমরাহ, সিরাজ ও শামির উপর ওর ভরসা রাখা উচিত।” তার পরেই সৌরভ বলেন, “আমার মতে, এই টেস্ট দলে শামির জায়গা পাওয়া উচিত। শামি ও স্পিনারেরা গম্ভীরকে টেস্ট জেতাবে।”

Advertisement

ইডেনের পিচ নিয়ে আলোচনা চলছে। আড়াই দিনে টেস্ট শেষ হয়ে যাওয়ায় সেই আলোচনা আরও বেড়েছে। সৌরভও তা নিয়ে মুখ খুলেছেন। ম্যাচের পর ‘এনডিটিভি’-তে সৌরভ বলেছেন, “ভাল পিচে খেলা উচিত। আশা করি গম্ভীর এ বার বাকিদের কথা শুনতে পাবে। ম্যাচের আগে পিচ নিয়ে ভাবাই উচিত নয় আর। কারণ ব্যাটারেরা যদি ৩৫০-৪০০ রান তুলতে না পারে, তা হলে কোনও দিন টেস্ট জিততে পারবে না। মনে রাখতে হবে, এই কারণেই ওরা ইংল্যান্ডে জিতেছিল। কারণ ওর দলের ব্যাটারেরা স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পেরেছিল। অবশ্যই ভারতের উচিত ভাল পিচে খেলা। গম্ভীরের উচিত নিজের দলের উপর ভরসা রাখা এবং তিন দিনে নয়, পাঁচ দিনে টেস্ট জেতা।”

শামি এখন বাংলার হয়ে রঞ্জি খেলছেন। কল্যাণীর মাঠে অসমের বিরুদ্ধে ম্যাচ চলছে। প্রথম দিন ২ উইকেট নিয়েছেন শামি। রঞ্জিতে শামি ফর্মে রয়েছেন। এর আগে তিন ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন শামি। তার পরেও ভারতীয় দলে তাঁর জায়গা হচ্ছে না। যদিও শামিকে নিয়ে সওয়াল করেই চলেছেন সৌরভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement