টসের পর শুভমন গিলের সঙ্গে গৌতম গম্ভীর ও জসপ্রীত বুমরাহ (ডান দিকে)। ছবি: এক্স।
তখন সবে টস শেষ হয়েছে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়ে দলের কাছে ফিরেছেন শুভমন গিল। হঠাৎ দেখা গেল, শুভমনকে জড়িয়ে ধরলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। এসে হাত মেলালেন রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেলরা। শুভমনও শুরুতে খানিকটা অবাক হয়ে যান। পরে অবশ্য হাসি ফোটে তাঁর মুখে। ঠিক কী হয়েছিল ভারতীয় দলে?
উল্লাসের কারণ, শুভমনের টস জয়। ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর এটি তাঁর সাত নম্বর টেস্ট। আগের ছ’টি টেস্টে টস হেরেছিলেন শুভমন। সপ্তম টেস্টে প্রথম বার টস জিতেছেন। সেই কারণেই দলের প্রত্যেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দেখে মনে হচ্ছিল, খেলতে নামার আগেই ম্যাচ জিতে গিয়েছে ভারত।
অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট খেলেছেন শুভমন। পাঁচটি টেস্টেই ভুল ‘কল’ করেছিলেন তিনি। তাতে অবশ্য সিরিজ় হারতে হয়নি। ২-২ সিরিজ় ড্র করে ফিরেছে ভারত। কয়েক দিন আগে অহমদাবাদে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও টস হারেন শুভমন। অবশ্য আড়াই দিনে খেলা জিতে যায় ভারত।
ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে উঠে শুভমন জানিয়েছিলেন, যত দিন তিনি ম্যাচ জিতছেন, তত দিন টসের বিষয়ে খুব একটা ভাববেন না। কিন্তু মনের কোথাও নিশ্চয় খচখচ করছিল তাঁর। অবশেষে সেটা দূর হল। দিল্লিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শুভমন। প্রথম ইনিংসেই বড় রান করে নিতে চাইছেন তিনি। এখন দেখার, টস জেতার পর শুভমনের সিদ্ধান্তের দাম ব্যাটারেরা দিতে পারেন কি না।