Harsha Bhogle on Virat Kohli

অবসর ভেঙে টেস্টে কি ফিরছেন? প্রশ্ন করার আগেই কোহলির সঙ্গে একপ্রস্ত আলোচনা সেরে নিয়েছিলেন সঞ্চালক!

জল্পনা শোনা যাচ্ছিল, বিরাট কোহলিকে অবসর ভেঙে টেস্টে ফিরে আসার প্রস্তাব দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জল্পনা নিয়েই কোহলিকে প্রশ্ন করেছিলেন হর্ষ ভোগলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৩:১০
Share:

রাঁচীতে ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পর বিরাট কোহলি। ছবি: এক্স।

জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। তার জন্য কৃতিত্ব প্রাপ্য সঞ্চালক হর্ষ ভোগলের। জল্পনা শোনা যাচ্ছিল, কোহলিকে অবসর ভেঙে টেস্টে ফিরে আসার প্রস্তাব দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জল্পনা নিয়েই কোহলিকে প্রশ্ন করেছিলেন ভোগলে। তার আগে অবশ্য কোহলিকে একটি কথা জানিয়ে দিয়েছিলেন তিনি।

Advertisement

রাঁচীতে ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার পর কোহলির সঙ্গে কথাবার্তার ফাঁকে সঞ্চালক ভোগলে প্রশ্ন করেন, “এখন তো তুমি একটাই ফরম্যাটে খেলছে। এ ভাবেই কি তোমায় দেখা যাবে?” কোহলি বলেন, “আগামী দিনে এ ভাবেই আমাকে দেখা যাবে। আমি ক্রিকেটের একটা ফরম্যাটেই খেলছি।”

ভোগলের এই প্রশ্ন ঘিরে সমাজমাধ্যমে আলোচনা হয়েছে। অনেকেই বলেছেন, এ রকম অপ্রিয় একটি প্রশ্ন করে কোহলিকে কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলে দিয়েছিলেন ভোগলে। কোহলি হয়তো ভাবেননি, এমন একটি প্রশ্ন তাঁর দিকে আসতে চলেছে।

Advertisement

এই আলোচনার মাঝেই ভোগলে একটি কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমি কোহলির সঙ্গে কথা বলার আগেই ওকে জানিয়েছিলাম, এই প্রশ্নটা করলে কি ওর জবাব দিতে অস্বস্তি হবে? কোহলি বলেছিল, কোনও অসুবিধা নেই। তাই প্রশ্নটা করেছি।” ভোগলের কথা থেকে স্পষ্ট, কোহলির সঙ্গে কথা বলেই ওই প্রশ্ন করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটার যাতে অস্বস্তিতে না পড়েন, সেটা আগে থেকে নিশ্চিত করেছিলেন তিনি।

রাঁচীতে ম্যাচ জেতানো শতরানের পর নিজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন কোহলি। তিনি বলেন, “আমি কখনও মাঠের প্রস্তুতিতে বিশ্বাস করি না। আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। আমি কঠোর পরিশ্রম করি। যত ক্ষণ আমার শরীর ঠিকঠাক আছে এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছে, তত ক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগে এক দিনের বিশ্রামও নিয়েছি। এখন আমার ৩৭ বছর বয়স। রিকভারির জন্যও সময় দরকার। এ ভাবেই এত দিন খেলে এসেছি। এখন তো শুধু একটা ফরম্যাটেই খেলি।”

কোহলির সংযোজন, “আমি যে কোনও ম্যাচকেই মনে মনে কল্পনা করে নিই। সেখানে নিজেকে প্রচণ্ড পরিশ্রম করাই। তীক্ষ্ণ রাখার চেষ্টা করি। আমি জানি বিশ্রাম নেওয়ার সময় আমার রয়েছে।”

হঠাৎ করে এক দিনের ক্রিকেট খেলতে নেমে পড়লেও তিনি যে সব সময়েই প্রস্তুত থাকেন সেটাও মনে করিয়ে দিয়েছেন কোহলি। বলেছেন, “আমি ৩০০টা এক দিনের ম্যাচ খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, অনুশীলনে ভাল শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তা হলে জানবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আপনি আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিক ভাবে প্রস্তুত থাকা এবং খেলাটাকে উপভোগ করাই আমার কাছে আসল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement