IPL 2026

আইপিএলের আগে চিন্তায় ধোনির চেন্নাই, ১৪ কোটির ব্যাটারের চোট, আপাতত মাঠের বাইরে ক্রিকেটার

আইপিএলের নিলামে এই ব্যাটারকে নিতে ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস। তাঁর জন্য ১৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছিল মহেন্দ্র সিংহ ধোনিদের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
Share:

প্রশান্ত বীর। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও ঢাকি কাঠি পড়ে যাবে আইপিএলের। তার আগে চিন্তায় চেন্নাই সুপার কিংস। দলের নতুন ক্রিকেটার প্রশান্ত বীর চোট পেয়েছেন। আইপিএলের নিলামে এই ব্যাটারকে নিতে ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস। তাঁর জন্য ১৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছিল মহেন্দ্র সিংহ ধোনিদের দল। সেই ক্রিকেটারই চোট পেয়েছেন।

Advertisement

ঝাড়খণ্ডের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন প্রশান্ত। ফিল্ডিংয়ের সময় ডান দিকে ঝাঁপিয়ে একটি বল বাঁচানোর চেষ্টা করেন প্রশান্ত। বল বাঁচাতে পারলেও মাটিতে পড়ার সময় কাঁধে চোট লাগে তাঁর। মাঠেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। চিকিৎসকেরা তাঁর চোট খতিয়ে দেখে তাঁকে মাঠ ছাড়তে বলেন।

মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রশান্তকে। সেখানে স্ক্যান করে দেখা গিয়েছে, গ্রেড ২ ক্যাটেগরির চোট লেগেছে তাঁর। ফলে আপাতত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তার পর প্রশান্তের চোট খতিয়ে দেখা হবে। হাসপাতাল থেকে মাঠে ফেরেন প্রশান্ত। তাঁর কাঁধে একটি স্লিং লাগানো ছিল। এই ম্যাচে আর খেলতে পারবেন না উত্তরপ্রদেশের ব্যাটার।

Advertisement

আইপিএলের ইতিহাসে ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন প্রশান্ত। টি-টোয়েন্টিতে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য প্রশান্তকে নিয়ে কাড়াকাড়ি হয়েছিল নিলামে। চেন্নাইয়ের পরিকল্পনাতেও ছিলেন এই ব্যাটার। কিন্তু প্রশান্তের চোট চিন্তায় ফেলল তাদের। এখন দেখার, প্রশান্ত চোট সারিয়ে আবার কবে মাঠে নামতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement