Ranji Trophy 2025-26

সুদীপের দ্বিশতরান, বল হাতে শামি, আকাশদীপের দাপট! রঞ্জির দ্বিতীয় দিন বাংলার থেকে ৩৯৩ রান পিছিয়ে সার্ভিসেস, হাতে মাত্র ২ উইকেট

সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জিতে দু’দিন দাপট দেখাল বাংলা। প্রথম দিন ব্যাটারদের হলে দ্বিতীয় দিন বাংলার বোলারদের। কল্যাণীর মাঠে ভাল জায়গায় বাংলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:০৮
Share:

দ্বিশতরানের পর সুদীপ চট্টোপাধ্যায়। ছবি: এক্স।

রঞ্জির চলতি মরসুমে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে সার্ভিসেসকে হারাতেই হবে বাংলাকে। এই রকম গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথম দু’দিন দাপট দেখাল বাংলা। কল্যাণীর মাঠে প্রথম দিন যদি ব্যাটারদের হয়, তা হলে দ্বিতীয় দিন বাংলার বোলারদের। দ্বিশতরান করলেন সুদীপ চট্টোপাধ্যায়। পরে বাংলার তিন পেসার মহম্মদ শামি, আকাশদীপ ও সূরজ সিন্ধু জয়সওয়াল সার্ভিসেসের ৮ উইকেট ফেলে দিলেন। দ্বিতীয় দিনের শেষে বাংলার থেকে ৩৯৩ রান পিছিয়ে রয়েছে সার্ভিসেস। তাদের হাতে রয়েছে ২ উইকেট।

Advertisement

প্রথম দিনই শতরান করেছিলেন সুদীপ। দ্বিতীয় দিনও ভাল ব্যাট করেন তিনি। শাকির হাবিব গান্ধীর সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৪৭ রান যোগ করেন সুদীপ। সেই জুটি সার্ভিসেসকে অনেক পিছিয়ে দেয়। দ্বিশতরান করেন সুদীপ। শেষ পর্যন্ত ২০৯ রান করে আউট হন বাংলার বাঁহাতি ওপেনার। ইনিংসে ১৮ চার ও একটি ছক্কা মারেন তিনি।

সুদীপ আউট হওয়ার পর অবশ্য বাংলার ইনিংস বেশি ক্ষণ স্থায়ী হয়নি। শাকির এক দিকে থাকলেও অপর প্রান্তে উইকেট পড়তে থাকে। সঙ্গীর অভাবে শতরান করতে পারেননি শাকির। ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। ৫১৯ রানে অল আউট হয় বাংলা।

Advertisement

সার্ভিসেসের ওপেনিং জুটি খারাপ শুরু করেনি। শুভম রোহিল্লা ও গৌরব কোচর ৪১ রান করেন। সার্ভিসেসকে প্রথম ধাক্কা দেন শামি। গৌরবকে আউট করেন তিনি। তার পর ধস নামে সার্ভিসেসের ব্যাটিংয়ে। ৪১ রানে ১ উইকেট থেকে ৫৪ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। মোহিত অহলাওয়াতকেও আউট করেন শামি। শুভম ও রবি চৌহানের উইকেট নেন সূরজ। অধিনায়ক রজত পালিওয়ালকে আউট করেন আকাশদীপ।

শুভম ও নকুল শর্মা ছাড়া সার্ভিসেসের কোনও ব্যাটার বাংলার পেসারদের সামনে দাঁড়াতে পারেননি। শুভম ৩০ রান করেন। নকুল ৩২ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনের শেষে সার্ভিসেসের রান ৮ উইকেটে ১২৬। আকাশদীপ ও সূরজ ৩ করে ও শামি ২ উইকেট নিয়েছেন। খুব একটা অঘটন না ঘটলে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পথে বাংলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement