Virat Kohli

কোহলিকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন জল্পনা! গম্ভীরের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ কি মানবেন বিরাট?

রাঁচীতে ম্যাচের সেরা হয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, মাঠের নয়, মনের প্রস্তুতিতে বিশ্বাসী তিনি। সেই বিশ্বাস থেকে কি সরছেন ভারতীয় ক্রিকেটার? শুরু হয়েছে নতুন জল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ২১:৪১
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের মাঝেই বিরাট কোহলিকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পরেও কি ঘরোয়া ক্রিকেটে খেলবেন না তিনি? না বিজয় হজারেতে দেখা যাবে কোহলিকে? তা নিয়েছে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাঁচীতে ম্যাচের সেরা হয়ে কোহলি জানিয়েছিলেন, মাঠের নয়, মনের প্রস্তুতিতে বিশ্বাসী তিনি। সেই বিশ্বাস থেকে কি সরছেন ভারতীয় ক্রিকেটার? না নিজের সিদ্ধান্তেই অটুট থাকবেন তিনি?

Advertisement

‘এনডিটিভি’ একটি রিপোর্টে জানিয়েছে, কোহলি বিজয় হজারে খেলবেন না। যদিও রোহিত শর্মা জানিয়েছেন যে, ঘরোয়া ক্রিকেট খেলতে তৈরি তিনি। এক সূত্র বলেছে, “কোহলি বিজয় হজারে খেলতে চাইছে না। কিন্তু রোহিত তো খেলছে। তা হলে এক জনের জন্য নিয়মে বদল কী ভাবে হবে? বাকিদের আমরা কী বলব? কোহলি তো আর সকলের থেকে আলাদা নয়। নিয়ম সকলের জন্য সমান হওয়া উচিত।”

মঙ্গলবার সন্ধ্যায় এই রিপোর্টের পাশাপাশি আরও একটি রিপোর্ট সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে যে, কোহলি বিজয় হজারে খেলতে তৈরি। তিনি নাকি ইতিমধ্যেই সেই বার্তা দিল্লি ক্রিকেট সংস্থাকে পাঠিয়ে দিয়েছেন। রিপোর্টে দাবি করা হয়েছে, কোহলি অন্তত দু’টি ম্যাচ খেলবেন। ২৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ ও ২৬ ডিসেম্বর গুজরাতের বিরুদ্ধে খেলবেন তিনি।

Advertisement

‘ইন্ডিয়া টুডে’-ও একটি রিপোর্টে জানিয়েছে যে, কোহলি বিজয় হজারেতে খেলবেন। দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা তাদের বলেছেন, “কোহলি দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিকে জানিয়েছে, ও বিজয় হজারে ট্রফিতে খেলবে।” এই দুই সম্পূর্ণ ভিন্ন রিপোর্ট সামনে আসায় কোহলির বিজয় হজারেতে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাতে জল্পনা আরও বাড়ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত, কোহলিকে। ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা হল বিজয় হজারে ট্রফি। দুই তারকাকে খেলার মধ্যে থাকার বার্তা দিয়েছেন গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর।

রবিবার রাঁচীতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে পরিষ্কার বলে দিয়েছেন, মাঠের প্রস্তুতিতে তাঁর আস্থা নেই। নিজস্ব পদ্ধতিতে নিজেকে প্রস্তুত করেন। কোহলি বলেছেন, “আমি কখনও মাঠের প্রস্তুতিতে বিশ্বাস করি না। আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। আমি কঠোর পরিশ্রম করি। যত ক্ষণ আমার শরীর ঠিকঠাক আছে এবং মানসিক তীক্ষ্ণতা রয়েছে, তত ক্ষণ জানি আমি ঠিক আছি। ম্যাচের আগে এক দিনের বিশ্রামও নিয়েছি। এখন আমার বয়স ৩৭ বছর। রিকভারির সময় দরকার হয়। এ ভাবেই এত দিন খেলে এসেছি। এখন তো শুধু একটা ফরম্যাটেই খেলি।” তিনি আরও বলেছেন, ‘‘আমার কাছে আসল হল সচেতনতা। আপনি পরিস্থিতি অনুযায়ী কতটা সচেতন, সাফল্য ও ব্যর্থতার সময় কতটা সচেতন, তার উপর নির্ভর করে আপনি মানসিক ভাবে কতটা খেলার মধ্যে রয়েছেন। আমি সব সময় সচেতন থাকার চেষ্টা করি।’’ সেই বিশ্বাস কি দরে রাখবেন কোহলি? চলছে জল্পনা।

২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হজারে ট্রফি হবে। অর্থাৎ, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় (১১ জানুয়ারি থেকে) শুরু হওয়ার আগে প্রতিযোগিতার বেশ কয়েকটি ম্যাচ হবে। সেখানে খেললে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের প্রস্তুতিও হয়ে যাবে রোহিত, কোহলির। এখন দেখার দুই ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যায় কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement