Abhishek Sharma

নজির অভিষেকের, কোহলি-সূর্যকুমারের পর তৃতীয় ভারতীয় হিসাবে কোন কীর্তি গড়লেন তরুণ ব্যাটার

গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অভিষেক শর্মা। গত আইপিএলের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেননি। তবু তৃতীয় ভারতীয় হিসাবে গড়লেন নজির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:২২
Share:

অভিষেক শর্মা। ছবি: এক্স।

ভারতের তৃতীয় ক্রিকেটার হিসাবে নজির অভিষেক শর্মার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের যে নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষে উঠে এসেছেন অভিষেক। তিনি টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডকে।

Advertisement

২০২৪ সালের জুলাইয়ে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন অভিষেক। দেশের হয়ে এখনও পর্যন্ত শুধু ২০ ওভারের ক্রিকেটই খেলেছেন তিনি। আম্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছরের মাথায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন। বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসাবে এই ক্রমতালিকায় শীর্ষে এলেন অভিষেক।

সদ্য প্রকাশিত তালিকায় অভিষেকের রেটিং ৮২৯। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন হেড। তাঁর রেটিং ৮১৪। ক্রমতালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছেন আর এক ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। তাঁর রেটিং ৮০৪। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন সূর্যকুমারও। ৭৩৯ রেটিং নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। তবে দু’ধাপ পিছিয়ে প্রথম ১০-এর বাইরে চলে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ৬৭৩ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বরে।

Advertisement

প্রথম পাঁচে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। তৃতীয় স্থানে রয়েছেন ফিল সল্ট। তাঁর রেটিং ৭৯১। পঞ্চম স্থানে থাকা জস বাটলারের রেটিং ৭৭২। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের কোনও ক্রিকেটার প্রথম ১০-এ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement