Mohammed Shami

চলছে বিবাহবিচ্ছেদের মামলা, বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি

এক সাক্ষাৎকারে বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হয় মহম্মদ শামিকে। ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন শুনে বিরক্ত হন ভারতীয় দলের জোরে বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৬:২২
Share:

(বাঁ দিকে) হাসিন জাহান এবং মহম্মদ শামি (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিবাহিত জীবন সুখের হয়নি মহম্মদ শামির। বিয়ের চার বছর পরই সংসার ভেঙেছে ভারতীয় দলের ক্রিকেটারের। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা এখনও আদালতে বিচারাধীন। জীবনের তিক্ত এই পর্ব নিয়ে মুখ খুলেছেন বাংলার জোরে বোলার।

Advertisement

বিভিন্ন মহিলার প্রতি আসক্তি, মেয়ের প্রতি অবহেলা, মানসিক নির্যাতন-সহ শামির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন হাসিন। ২০১৪ সালে বিয়ে। তার চার বছর পর থেকে আলাদা থাকতে শুরু করেন দু’জন। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিয়ে নিয়ে তাঁর আক্ষেপ রয়েছে কি না। এ নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি শামি। তিনি বলেছেন, ‘‘ও সব বাদ দিন। অতীত নিয়ে কখনও আফসোস করি না। যা হওয়ার, হয়ে গিয়েছে। আমি কাউকে দোষ দিতে চাই না। নিজেকেও দোষী মনে করি না। শুধু ক্রিকেট, নিজের খেলায় মন দিতে চাই। এই সব বিতর্কে ঢোকার ইচ্ছে নেই আমার।’’

শামি একা নন। বেশ কয়েক জন ভারতীয় ক্রিকেটারের বিবাহিত জীবন সুখের হয়নি। তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক, শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চহাল। কিছুটা বিরক্ত হয়ে শামি বলেছেন, ‘‘তদন্ত করা আপনার কাজ। আপনি কেন আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছেন? কেন মৃত্যুদণ্ড দিতে চাইছেন? তা হলে অন্য দিকটাও দেখুন। আবার বলছি, এ সব বিতর্কের মধ্যে ঢুকতে চাই না। আগ্রহও নেই। আমি শুধু ক্রিকেট নিয়ে থাকতে চাই।’’

Advertisement

এই মুহূর্তে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফি খেলছেন শামি। তার আগে গত ২ মে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে শেষ ম্যাচ খেলেন। দেশের হয়ে শেষ খেলেছেন গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement