IPL 2025

রবিবার আইপিএলের শেষ ম্যাচে নামছে চেন্নাই, ধোনির ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে দল কর্তৃপক্ষও!

এ বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের শেষ ম্যাচের আগেও জল্পনা অব্যাহত মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে। দলের সহকারী কোচ শ্রীধরণ শ্রীরামের দাবি, দলও অন্ধকারে রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১০:২৯
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

দিন যত এগোচ্ছে, আইপিএল থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসর ঘিরে জল্পনা তত দীর্ঘ হচ্ছে। পরের বছরের আইপিএলেও কি হলুদ জার্সিতে দেখা যাবে মাহিকে? প্রশ্ন আছে। কিন্তু নির্দিষ্ট কোনও উত্তর নেই। ক্রিকেটপ্রেমীদের মতোই অন্ধকারে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

Advertisement

কিছু দিন আগে ধোনিকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। জবাব এড়িয়ে যান দেশের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছিলেন, ‘‘দু’আড়াই মাসের কঠোর পরিশ্রমের পর ভাবার অনেকটা সময় পাব। সাত-আট মাস ক্রিকেট থাকবে না। দেখতে হবে শরীর ধকল নিতে পারবে কিনা। আগামী বছর নিয়ে তখন ভাবা যাবে।’’ ধোনির অবসর নিয়ে কয়েক দিন আগে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং শুধু বলেছিলেন, ‘‘আমি জানি না।’’

শুধু চেন্নাই কোচ নন, ধোনির অভিষ্যৎ জানেন না দলের কেউই। চেন্নাই কর্তৃপক্ষ হয় অন্ধকারে। নয়তো ক্রিকেটপ্রেমীদের অন্ধকারে রাখতে চাইছেন। রবিবার অহমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামবে ধোনির চেন্নাই। আগের দিন দলের সহকারী কোচ শ্রীধরণ শ্রীরাম বলেছেন, ‘‘আমি খুব বেশি জানি না এ ব্যাপারে। সত্যিই জানি না কী হতে চলেছে।’’ ধোনির পরিকল্পনা দলের কেউ জানেন না বলেও দাবি শ্রীরামের।

Advertisement

এ বছর চেন্নাইয়ের পারফরম্যান্স কেন প্রত্যাশা মতো হল না? এ নিয়ে শ্রীরাম বলেছেন, ‘‘কোচ ফ্লেমিং, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং ধোনি আছে দলে। ওরা সমস্যাটা জানে। কী ভুল হয়েছে, কী করা উচিত এ সব নিয়ে ওদের স্বচ্ছ ধারণা রয়েছে। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ ভালই। বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘সকলেই জানে আমরা এ বার ভাল খেলতে পারিনি। পরিকল্পনাগুলো ঠিক মতো কাজে লাগাতে পারিনি আমরা। শুধু মিডল অর্ডার বা কোনও বিভাগের ব্যর্থতা এটা নয়। গোটা মরসুমটাই দল হিসাবে আমরা ভাল খেলতে পারিনি। তাই ফলও ভাল হয়নি। নির্দিষ্ট ভাবে কাউকে বা কোনও বিভাগকে দোষ দেওয়া যায় না।’’

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে চেন্নাই। পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। প্রথম বার টানা দু’বছর প্লে-অফে উঠতে পারেননি ধোনিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement