বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। ছবি: সমাজমাধ্যম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি। দল ঘোষণা হলেও এখনও বাংলাদেশের ক্রিকেটারেরা জানেন না কোথায় তারা খেলবেন। কারণ সাম্প্রতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের ম্যাচগুলি ভারতেই হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এই দোলাচলের প্রভাব বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে প্রভাব ফেলবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। উল্টো কথা বলেছেন মেহেদি হাসান মিরাজ।
নাজমুল এখন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। বিপিএলে তিনি রাজশাহী ওয়ারিয়র্সের নেতা। বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, “আপনারা দেখবেন, প্রতিটা বিশ্বকাপের আগেই আমাদের সঙ্গে কিছু না কিছু ঘটে। আমি নিজে ক্রিকেটার। দু’-তিনটে বিশ্বকাপ খেলেছি। আমি বলছি, এই ঘটনার প্রভাব পড়তে বাধ্য।”
গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। এ বার দলে নেই। তাঁর মতে, তাঁরা অনেক কিছু ‘অভিনয়’ করে দেখান, যার সঙ্গে বাস্তব পরিস্থিতি অনেক আলাদা। নাজমুলের কথায়, “আমরা অভিনয় করি বোঝাতে চাই যে, আমাদের কিছু হয় না, আমরা খুবই পেশাদার ক্রিকেটার। আপনারাও বোঝেন যে আমরা অভিনয় করি। এটা কিন্তু সহজ কাজ নয়। ক্রিকেটারেরা এখনও সব সময় চেষ্টা করে কী ভাবে এ সব দূরে রেখে পারফর্ম করা যায়। কিন্তু এই জিনিসগুলো না হলেই সবচেয়ে ভাল।”
মেহেদি চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক। তাঁর মতে, সাম্প্রতিক পরিস্থিতির কোনও প্রভাব বিশ্বকাপে বাংলাদেশের খেলায় দেখা যাবে না। তিনি বলেছেন, “যা হচ্ছে সেগুলো দল পরিচালন সমিতি বা কর্তাদের বিষয়। ক্রিকেটারদের এ ব্যাপারে কিছুই করার নেই। তাদের কাজ ভাল ক্রিকেট খেলা। আপনি মঙ্গল গ্রহেও খেলতে পাঠালে তারা অবশ্যই যাবে খেলতে। আমার মনে হয় না এটা নিয়ে কোনও খেলোয়াড়ের দ্বিধা আছে।”