জরিমানার শাস্তি হল জেমাইমা রদ্রিগেজ়ের। ছবি: পিটিআই
শেষ ওভারে ম্যাচ হারার যন্ত্রণার পর শাস্তি। ১২ লক্ষ টাকা জরিমানা হল জেমাইমা রদ্রিগেজ়ের। মেয়েদের প্রিমিয়ার লিগের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য এই শাস্তি হয়েছে দিল্লি ক্যাপিটালস অধিনায়কের।
বডোদরায় মঙ্গলবার ডব্লিউপিএলের ম্যাচে গুজরাত জায়ান্টসের বিপক্ষে ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের। সেখানেই দিল্লি দলের মন্থর বোলিংয়ের জন্য অধিনায়ক হিসাবে শাস্তি হয়েছে জেমাইমার।
এটি এই মরসুমে দিল্লি দলের প্রথম অপরাধ। সেই কারণে ‘মিনিমাম ওভাররেট’ সংক্রান্ত আচরণবিধি অনুযায়ী জেমাইমাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ডানহাতি মিডিয়াম পেসার সোফি ডিভাইন এবং স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড়ের দুর্দান্ত বোলিংয়ে দিল্লিকে শেষ ওভারে মাত্র ৩ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ডিভাইনের ৪ উইকেট এবং রাজেশ্বরীর ৩ উইকেট দিল্লির রান তাড়া করার গতি স্তব্ধ করে দেয়। জেমাইমার দল ২০ ওভারে ৮ উইকেটে ১৭১ রান তোলে। তাদের লক্ষ্য ছিল ১৭৫। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল। কিন্তু স্নেহ রানা এবং নিকি প্রসাদকে আউট করে দিল্লির জয়রথ থামিয়ে দেন ডিভাইন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার বেথ মুনি ৪৬ বলে ৫৮ রান করেন। অনুষ্কা শর্মার ২৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে গুজরাত ৯ উইকেটে ১৭৪ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি শুরুটা ভালই করেছিল। প্রথম দুই ওভারেই ১৬ রান তুলে নেয় তারা। শেফালি বর্মা ১০ বলে ১৪ রান করেন। তবে রাজেশ্বরীর বলে ছক্কা মারতে গিয়ে লং অনে গুজরাত অধিনায়ক অ্যাশলি গার্ডনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেফালি।
এরপর লিজেল লি ২০ বলে ১১ রান করে ডিভাইনের বলে গার্ডনারের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে দিল্লি চাপে পড়ে যায়। তনুজা কানওয়ার এবং ডিভাইন নিয়ন্ত্রিত বোলিং করে রান রেট নিয়ন্ত্রণে রাখেন। জেমাইমা এবং লরা উলভার্টও রান তুলতে হিমশিম খাচ্ছিলেন। চাপ কমাতে গিয়ে ডিভাইনের একটি স্লোয়ার বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হন জেমাইমা। পরের ওভারেই গার্ডনার বোল্ড করেন মারিজান কাপকে। শেষে নিকি এবং স্নেহ লড়াই করেও দিল্লিকে জেতাতে পারেননি।
আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি বডোদরায় ইউপি ওয়ারিয়র্সের বিপক্ষে মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামবে দিল্লি।