IPL 2025

দিল্লির জয়ের হ্যাটট্রিকের পরেই হঠাৎ ছুটি কাটাতে গেলেন দলের মেন্টর, শুনলেন রাহুলের খোঁচাও

আইপিএলে সবেমাত্র তিনটি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। তিনটিতেই জিতে লিগে সবার উপরে তারা। আচমকাই ছুটি কাটাতে চলে গেলেন দলের মেন্টর কেভিন পিটারসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৭:৩১
Share:

দিল্লির মেন্টর পিটারসেন। ছবি: পিটিআই।

আইপিএলে সবেমাত্র তিনটি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। তিনটিতেই জিতে লিগে সবার উপরে তারা। আচমকাই ছুটি কাটাতে চলে গেলেন দলের মেন্টর কেভিন পিটারসেন। ফলে বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে আগামী ম্যাচে দলের সঙ্গে ডাগআউটে থাকবেন না তিনি।

Advertisement

শোনা গিয়েছে, মলদ্বীপে কয়েক দিনের জন্য ছুটি কাটাতে গিয়েছেন পিটারসেন। তাঁর নাকি ইতিমধ্যেই ক্লান্ত লাগছে। ক’দিনের জন্য ছুটিতে গিয়েছেন তা বলা হয়নি দলের তরফে। তবে কোহলিদের বিরুদ্ধে ১০ এপ্রিলের ম্যাচে থাকবেন না। ১৩ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে যোগ দেবেন দলে।

এ দিকে, ছুটি কাটাতে যাওয়ার আগে পিটারসেন খোঁচা শুনেছেন কেএল রাহুলের মুখে। দু’বছর আগে রাহুলের ব্যাটিং নিয়ে পিটারসেন বলেছিলেন, পাওয়ার প্লে-তে রাহুলকে ব্যাট করতে দেখা তাঁর কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ। সেই রাহুলই চেন্নাইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করে দলকে জেতান। তার পরে পিটারসেন বলেন, “তোমার সাহসিকতার প্রশংসা করতে চাই। আগের দিন ৩০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছ। আজ ১৫০ স্ট্রাইক রেটে আলাদা একটা উইকেটে ব্যাট করেছ। নিশ্চিত ভাবেই আধুনিক খেলাটার সঙ্গে মানিয়ে নিয়েছ।”

Advertisement

রাহুল অবশ্য মেন্টর পিটারসেনকে কোনও কৃতিত্বই দেননি। তিনি উল্লেখ করেন কেকেআরের প্রাক্তন কোচের নাম। রাহুল বলেছেন, “গত এক বছর ধরে সাদা বলের খেলা নিয়ে অনেক পরিশ্রম করেছি। সব কৃতিত্ব প্রাপ্য অভিষেক নায়ারের। ভারতীয় দলে ও আসার পর থেকেই একসঙ্গে কাজ করছি। ঘণ্টার পর ঘণ্টা উন্নতি নিয়ে আলোচনা করেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement