ABP Cricket

আনন্দ ক্রিকেটে জয়ী শার্কস, লায়ন্স এবং হকস, ব্যাট হাতে নজর কাড়লেন দেবরূপ-মৈনাক, বোলিংয়ে চন্দন-কথা

আনন্দ ক্রিকেটে ৪৮ রানের ইনিংস খেললেন দেবরূপ চৌধুরী। ৪২ রান করলেন মৈনাক সেনগুপ্ত। বল হাতে নজর কাড়লেন চন্দন বিশ্বাস এবং কথা চট্টোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫
Share:

আনন্দ ক্রিকেটের নানা মুহূর্ত। নিজস্ব চিত্র।

এবিপি স্পোর্টস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। ময়দানে আনন্দবাজার তাঁবুর মাঠে তিনটি ম্যাচ হয়েছে। দু’টি ম্যাচ হয়েছে আনন্দবাজার পত্রিকার পুরুষ কর্মীদের মধ্যে। অন্য ম্যাচটি ছিল মহিলা কর্মীদের।

Advertisement

মহিলাদের ম্যাচে ‘হোয়েলস’ দলকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ‘শার্কস’। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৪৭ রান করেন ‘হোয়েলস’। জবাবে ৬.১ ওভারে ৩ উইকেটে ৪৮ রান তুলে ম্যাচ জিতে নেয় ‘শার্কস’। ‘হোয়েলস’-এক পক্ষে সর্বোচ্চ রান সায়নী ঘটকের ১৬ বলে ২৩। ৩টি চার মারেন তিনি। ‘শার্কস’-এর সফলতম বোলার কথা চট্টোপাধ্যায় ৩ রানে ২ উইকেট নিয়েছেন। ৬ রানে ২ উইকেট নিয়েছেন ওয়াসমি ইয়াসমিন। এ ছাড়া পৃথা বসুর ৮ রানে ২ উইকেট। ব্যাট হাতে ‘শার্কস’-এর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্বর্ণালী তালুকদার। ২টি চারের সাহায্যে ৮ বলে ১১ রান করেন। দেবদত্তা মিত্র করেন ১৭ বলে ১১ রান। তিনিও ২টি চার মারেন।

পুরুষদের বিভাগে ‘হকস’ ৬ রানে হারিয়েছে ‘ইগলস’কে। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ২ উইকেটে ১১১ রান করে ‘হকস’। ২৯ বলে ৪৮ রান করেন দেবরূপ চৌধুরী। তাঁর আগ্রাসী ইনিংসে রয়েছে ৬টি চার এবং ১টি ছয়। ‘ইগলস’-এর সফলতম বোলার শুভরূপ দাসশর্মার ৩৩ রানে ১ উইকেট। জবাবে ‘ইগলস’-এর ইনিংস শেষ হয় ১০ ওভারে ৩ উইকেটে ১০৫ রানে। তাদের হয়ে ইন্দ্রজিৎ সমাদ্দার ২৩ বলে ৩২ রান করেন। মারেন ৪টি চার এবং ১টি ছয়। এ ছাড়া কুমার বিশ্বজিৎ দে ১২ বলে ২১ রান করেন ৪টি চারের সাহায্যে। ‘হকস’-এর সফলতম বোলার শুভ মাখাল ২৮ রানে ১ উইকেট নিয়েছেন।

Advertisement

অন্য ম্যাচে, ‘টাইগার্স’কে ৭ উইকেটে হারিয়েছে ‘লায়ন্স’। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ‘টাইগার্স’ করে ৭ উইকেটে ৭৪। জবাবে ৭.১ ওভারে ৩ উইকেটে ৭৯ ‘লায়ন্স’-এর। ‘টাইগার্স’-এর পক্ষে সর্বোচ্চ রান রাকেশের ২২ বলে ২২। ৩টি চার মারেন তিনি। ৬ বলে ১৩ রান করেন সৌভিক মুখোপাধ্যায়। ১টি চার, ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৩ রান তাঁর। ‘লায়ন্স’-এর সফলতম বোলার চন্দন বিশ্বাস ১২ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮ রানে ১ উইকেট সৌরভ পালের। ‘লায়ন্স’-এর সফলতম ব্যাটার মৈনাক সেনগুপ্ত ২৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস। মূলত তাঁর দাপটেই সহজ জয় ছিনিয়ে নেয় ‘লায়ন্স’। ‘টাইগার্স’-এর সফলতম বোলার সম্রাট মণ্ডল ১৮ রানে ২ উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement