India vs England 2025

পন্থকে দেখেই এক হাতে ছক্কা দীপ্তির

ভারতের জয়ের পাশাপাশি দীপ্তির এক হাতে ছক্কা মারাও চর্চায় উঠে এসেছে। পরে তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে ঋষভ পন্থই তাঁর অনুপ্রেরণা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৭:০৯
Share:

অনবদ‌্য: এক হাতে ছক্কা মেরে চর্চায় দীপ্তি শর্মা। ছবি: এক্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে দুরন্ত ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে অপরাজিত ৬২ রানের ইনিংস গড়েন দীপ্তি। ভারতের জয়ের পাশাপাশি দীপ্তির এক হাতে ছক্কা মারাও চর্চায় উঠে এসেছে। পরে তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে ঋষভ পন্থই তাঁর অনুপ্রেরণা।

ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে দশ বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় ভারতীয় মহিলা দল। ৩৮তম ওভারে ইংল‌্যান্ডের পেসার লরেন বেলের বল ডিপ মিড উইকেট দিয়ে এক হাতে গ‌্যালারিতে পাঠান দীপ্তি। ম‌্যাচের সেরাও হয়েছেন বাংলার অলরাউন্ডার।

সেই শট নিয়ে তিনি বলেছেন, “অনুশীলনে আমি এরকম শট প্রায়ই অভ‌্যাস করি। এ ক্ষেত্রে আমার প্রেরণা ঋষভ পন্থ।” যোগ করেছেন, “আগেও ইংল্যােন্ডে খেলেছি। ফলে মানিয়ে নিতে অসুবিধা হয়নি।”

একটা সময় ২৭.১ ওভারে ভারত তুলেছিল ১২৪-৪। সেখান থেকে জেমাইমা রদ্রিগেসের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন দীপ্তি। তাঁর কথায়, “আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। জেমাইমার সঙ্গে জুটি বেঁধে প্রতি ওভারে ৫-৬ রান করাই লক্ষ্য ছিল।”

শনিবার দ্বিতীয় ম‌্যাচ জিতলেই সিরিজ় পকেটে পুরবেন দীপ্তিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন