শাস্তি পেয়েছেন দিল্লির ক্রিকেটার লিজ়েল লি (একেবারে ডান দিকে)। ছবি: পিটিআই।
চলতি মেয়েদের আইপিএলে প্রথম শাস্তির মুখে এক ক্রিকেটার। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় শাস্তি দেওয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার লিজ়েল লি-কে। তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে জেমাইমা রদ্রিগেজ়ের দলের ক্রিকেটারকে।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। মুম্বইয়ের বিরুদ্ধে ১৫৫ রান তাড়া করতে নেমে ভাল খেলছিলেন দিল্লির ওপেনার লিজ়েল। ২৮ বলে ৪৬ রান করে খেলছিলেন তিনি। ১১তম ওভার আমনজ্যোৎ কৌরের একটি বল মারতে গিয়ে ব্যাটে-বলে হয়নি তাঁর। শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে ক্রিজ় থেকে বেরিয়ে যান তিনি। পরে ক্রিজ়ে ফেরার চেষ্টাও করেন। তত ক্ষণে উইকেটরক্ষক রাহিলা ফিরদৌস স্টাম্প ভেঙে দেন।
লিজ়েল আউট হয়েছেন কি না, সেই সিদ্ধান্ত নিতে অনেক ক্ষণ সময় নেন তৃতীয় আম্পায়ার। বিভিন্ন দিক থেকে রিপ্লে দেখে তিনি নিশ্চিত হন, লিজ়েল ক্রিজ়ে ব্যাট ঢোকালেও রাহিলা যে মুহূর্তে স্টাম্প ভেঙেছেন, তখন লিজ়েলের ব্যাট হাওয়ায় ছিল। পাশাপাশি তাঁর পা-ও ক্রিজ়ের ভিতরে ঢোকেনি। তাই আউট দেন তিনি।
এই সিদ্ধান্ত মানতে পারেননি লিজ়েল। মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। বেশি উত্তেজিত দেখাচ্ছিল লিজ়েলকে। পরে সাজঘরে ফেরার সময় রাগে ব্যাট দিয়ে নিজের প্যাডেও মারেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটার।
জানা গিয়েছে, ম্যাচ রেফারি রিপোর্টে জানিয়েছেন, মেয়েদের আইপিএলের নিয়মের ২.২ ধারা ভেঙেছেন লিজ়েল। এটি লেবেল ১ অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে শাস্তি দেওয়া হয়েছে লিজ়েলকে।
তবে লিজ়েলের মেজাজ হারানোর কারণ ছিল। রাহিলা স্টাম্প ভাঙার আগেই লিজ়েল ব্যাট ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু মাটিতে ব্যাট লাগার অভিঘাতে তা আবার হাওয়ায় ওঠে। দ্বিতীয় বার ব্যাট মাটি ছোঁয়ার আগে রাহিলা স্টাম্প ভাঙেন। কিন্তু ক্রিকেটের নতুন নিয়মে বলা হয়েছে, এক বার ব্যাট ক্রিজ়ে ঢোকার পর যদি হাওয়ায় ওঠে এবং সেই মুহূর্তে বল স্টাম্পে লাগে, তা হলেও তাকে আউট ধা হবে না। ‘বেনিফিট অফ ডাউট’ যাবে ব্যাটারের পক্ষে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। এ ক্ষেত্রে সেই সিদ্ধান্ত লিজ়েলের বিরুদ্ধে গিয়েছে। তাই মেজাজ হারিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর দল দিল্লি মুম্বইকে হারিয়ে মরসুমের দ্বিতীয় জয় পেয়েছে।