SRH vs DC in IPL 2025

ব্যর্থ দিল্লির ব্যাটিং, তবু অল আউট করতে পারল না হায়দরাবাদ, জিততে কামিন্সদের চাই ১৩৪ রান

প্লে-অফে উঠতে গেলে জিততেই হবে। এই অবস্থায় হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভেঙে পড়ল দিল্লির ব্যাটিং। হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না দিল্লির ব্যাটারেরা। আগে ব্যাট করে ১৩৩/৭ তুলল দিল্লি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ২১:১৮
Share:

ফিরছেন অভিষেক (বাঁ দিকে)। পিছনে উল্লাস হায়দরাবাদ ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

প্লে-অফে উঠতে গেলে পয়েন্ট হারালে চলবে না। এই অবস্থায় হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভেঙে পড়ল দিল্লির ব্যাটিং। হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স এবং বাকি বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না দিল্লির ব্যাটারেরা। আগে ব্যাট করে ১৩৩/৭ তুলল দিল্লি। তবে বিপক্ষকে বাগে পেয়েও অলআউট করতে পারল না হায়দরাবাদ। নেপথ্যে ট্রিস্টান স্টাবস এবং আশুতোষ শর্মার ব্যাটিং।

Advertisement

প্রথম বলেই কামিন্স ফিরিয়ে দেন করুণ নায়ারকে। ঈশান কিশনের হাতে ক্যাচ দেন করুণ। এর পর আরও তিনটি ক্যাচ নেন ঈশান। তৃতীয় ওভারের প্রথম বলে ফাফ ডুপ্লেসিকে (৩) ফেরান কামিন্স। পঞ্চম ওভারে ফেরেন অভিষেক পোড়েল (৮)। পরের ওভারে ফিরে যান অক্ষর পটেলও (৬)। বিপদের সময়ে কেএল রাহুলের উপরে ভরসা করেছিল দিল্লি। তিনিও (১০) ব্যর্থ।

এক সময় ২৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন ট্রিস্টান স্টাবস এবং বিপরাজ নিগম। রানের গতির দিকে নজরই দেননি দু’জনে। কোনও রকমে ক্রিজ়‌ে টিকে থাকার চেষ্টা করছিলেন। তাতেও সম্ভব হয়নি। ৩৩ রানের জুটি হওয়ার পর স্টাবসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন বিপরাজ।

Advertisement

৬২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর মনে হয়েছিল ১০০-রও কমে শেষ হয়ে যাবে দিল্লির ইনিংস। তা হতে দিলেন না স্টাবস এবং আশুতোষ। চাপে পড়ে এ দিন আশুতোষকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামিয়ে দিয়েছিল দিল্লি। তিনিই বাঁচালেন দলকে। দু’টি চার এবং তিনটি ছয়ের সাহায্যে তাঁর ২৫ বলে ৪১ রানের ইনিংস ১০০ পার করে দেয় দিল্লির। যোগ্য সঙ্গত দেন স্টাবসও (অপরাজিত ৪১)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement