MI vs DC

ম্যাচের কয়েক ঘণ্টা আগে মাঠ বদলের দাবি দিল্লির মালিকের, বোর্ডকে অনুরোধ, ‘ধারাবাহিকতা দেখান’

বুধবার রাতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লি ক্যাপিটালসের। তার আগে বোর্ডকে ইমেল পাঠিয়ে ম্যাচ অন্য মাঠে দেওয়ার অনুরোধ করলেন দিল্লির মালিক পার্থ জিন্দল। মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস থাকার কারণেই এই অনুরোধ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১০:৪৯
Share:

আইপিএলের প্রথম পর্বে দিল্লি-মুম্বই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

বুধবার রাতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে দিল্লি ক্যাপিটালস। তার কয়েক ঘণ্টা আগে বোর্ডকে ইমেল পাঠিয়ে ম্যাচ অন্য মাঠে দেওয়ার অনুরোধ করলেন দিল্লির মালিক পার্থ জিন্দল। মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস থাকার কারণেই এই অনুরোধ করেছেন।

Advertisement

আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকতে গেলে বুধবারের ম্যাচ দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। তাদের জিততেই হবে। কিন্তু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সমস্যায় পড়বে তারা। সুবিধা হবে মুম্বইয়ের। তখন মুম্বইয়ের হবে ১৫ পয়েন্ট। দিল্লির ১৪ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকাও মুম্বইয়ের পক্ষে যাবে।

মঙ্গলবার ভারতের আবহাওয়া দফতরের তরফে আগামী চার দিনের জন্য মুম্বইয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঠিক যে ভাবে বৃষ্টির জন্য বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ লখনউয়ে সরানো হয়েছে, সে ভাবেই মুম্বই-দিল্লি ম্যাচ অন্যত্র সরানোর অনুরোধ করেছেন জিন্দল।

Advertisement

দিল্লির মালিক লিখেছেন, “মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভবত মুম্বই-দিল্লি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। বেঙ্গালুরু থেকে ম্যাচ সরানোর পর বোর্ডের উচিত ধারাবাহিকতা দেখানো। লিগের স্বার্থে এই ম্যাচ অন্য কোথাও সরিয়ে দেওয়ার অনুরোধ করছি।”

জিন্দল চিঠি লিখলেও এত কম সময়ে আইপিএলের ম্যাচ সরিয়ে ফেলা সম্ভব নয়। দুই দলই এখন মুম্বইয়ে রয়েছে। মাঠ বদলাতে হলে ম্যাচের দিনও বদলাতে হতে পারে, যা এই মুহূর্তে অসম্ভব বলেই মনে করা হচ্ছে। একাংশের ধারণা, বোর্ডের নতুন নিয়মের সুবিধা পেতে পারে দিল্লি। তাতেও ম্যাচ না হলে বোর্ডের কিছু করার নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement