অরুণ জেটলি স্টেডিয়াম। —ফাইল চিত্র।
কলকাতা, জয়পুরের পর দিল্লির স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হুমকি মেল। শুক্রবার সকালে হুমকি মেল পান দিল্লির ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) কর্তারা। সেখানে বলা হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়া হবে। দিল্লিতে এখানেই আইপিএলের ম্যাচ হচ্ছে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয়েছে দিল্লি পুলিশকে।
হুমকি মেল পাওয়ার পর দিল্লির স্টেডিয়ামের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার অবশ্য অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের কোনও ম্যাচ ছিল না। সূচি অনুযায়ী, আগামী রবিবার দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্সের খেলা হওয়ার কথা ছিল। সেই ম্যাচ হবে না। কারণ ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।
ডিডিসিএর এক কর্তা বলেছেন, ‘‘আমরা সকালে একটা হুমকি মেল পেয়েছি। সঙ্গে সঙ্গে মেলটি দিল্লি পুলিশকে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্তারা স্টেডিয়াম পরিদর্শন করে গিয়েছেন। তাঁরা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।’’
গত বুধবার কলকাতা ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। সিএবি ইমেল আইডিতে হুমকি মেল আসে। বাংলার ক্রিকেট কর্তারা বিষয়টি জানান কলকাতা পুলিশকে। স্টেডিয়ামের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল ম্যাচ। এ ছাড়া গত বৃহস্পতিবার সকালে রাজস্থান রাজ্য ক্রীড়া সংস্থার কাছে জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা কর্মীদের বার করে আনা হয়। গোটা স্টেডিয়ামে তল্লাশি চালায় পুলিশ। টানা তিন দিন দেশের তিনটি ক্রিকেট স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার মেল আসায় উদ্বিগ্ন বোর্ড কর্তারা।