ICC Women ODI World Cup 2025

বিশ্বকাপ জিততেই বদলাল ভাগ্য! ঘরোয়া ক্রিকেটে এ বার মহিলারা পাবেন দ্বিগুণ টাকা, সিদ্ধান্ত বোর্ডের

বিশ্বকাপ জয়ের দু’মাস পর বদলে গেল ভারতের মহিলা ক্রিকেটারদের ভাগ্য। ঘরোয়া ক্রিকেট খেললে এ বার থেকে মহিলা ক্রিকেটারেরা পাবেন দ্বিগুণ টাকা। ম্যাচ আধিকারিকদের বেতনও বাড়ানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২২:১৪
Share:

বিশ্বকাপ জিতে ভারতের মহিলা দলের ক্রিকেটারেরা। — ফাইল চিত্র।

বিশ্বকাপ জয়ের দু’মাস পর বদলে গেল ভারতের মহিলা ক্রিকেটারদের ভাগ্য। ঘরোয়া ক্রিকেট খেললে এ বার থেকে মহিলা ক্রিকেটারেরা পাবেন দ্বিগুণ টাকা। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বোর্ড। পাশাপাশি ম্যাচ আধিকারিকদের বেতনও বাড়ানো হয়েছে। ছেলেদের মতো সমান অর্থ মেয়েদেরও দিতে চাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় বোর্ড।

Advertisement

নতুন কাঠামো অনুযায়ী, সিনিয়র মহিলা ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেট খেললে প্রতি দিন ৫০ হাজার টাকা করে পাবেন। আগে এটাই ছিল দিন প্রতি ২০ হাজার টাকা। এক দিনের ক্রিকেট এবং একাধিক দিনের ক্রিকেট খেললে প্রথম একাদশে থাকা ক্রিকেটারেরা প্রতি দিন ৫০ হাজার টাকা করে পাবেন। আগে এই অঙ্ক ছিল ২৫ হাজার টাকার। রিজ়ার্ভ ক্রিকেটারেরা পাবেন ২৫ হাজার টাকা।

জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রতি ম্যাচে প্রথম একাদশের ক্রিকেটারেরা ২৫ হাজার টাকা এবং রিজ়ার্ভ ক্রিকেটারেরা ১২,৫০০ টাকা করে পাবেন। যদি কোনও ক্রিকেটার ঘরোয়া মরসুমে প্রতিটি ফরম্যাটের প্রতিটি ম্যাচ খেলে, তা হলে তিনি ১২ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।

Advertisement

অ্যাপেক্স কাউন্সিল টাকা বাড়িয়েছে জুনিয়র ক্রিকেটারদেরও। অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারেরা দিন প্রতি ২৫ হাজার টাকা করে পাবেন। রিজ়ার্ভ ক্রিকেটার পাবেন ১২,৫০০ টাকা।

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করার জন্য আম্পায়ারেরা পাবেন দিন প্রতি ৪০ হাজার টাকা করে। নকআউটের ক্ষেত্রে সেই অঙ্কই গিয়ে দাঁড়াবে ৫০ থেকে ৬০ হাজারে। ফলে কোনও আম্পায়ার রঞ্জির একটি ম্যাচ পরিচালনা করলেই ১.৬০ লক্ষ টাকা পাবেন। নকআউটে ম্যাচপ্রতি ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পাবেন।

বোর্ডের ধারণা, এই নতুন অর্থ কাঠামোয় মহিলা ক্রিকেটারদের আগ্রহ বাড়বে। পাশাপাশি ম্যাচ পরিচালকদেরও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement