Bangladesh Premier League

ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগ, বিপিএলের খসড়া তালিকা থেকে বাদ আট ক্রিকেটার

ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে, এমন আট ক্রিকেটারকে বিপিএলে খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার পরেই বোর্ডের থেকে প্রমাণ চেয়েছেন এক ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:০৯
Share:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার আগে সতর্ক সে দেশের ক্রিকেট বোর্ড। অতীতে ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে, এমন আট ক্রিকেটারকে খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে তারা। বাদ পড়া ক্রিকেটারের একজন সরাসরি দেশের বোর্ডের বিরুদ্ধে প্রশ্ন তুলে জানতে চেয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ দেওয়া হোক।

Advertisement

আট ক্রিকেটারই রয়েছেন বোর্ডের লাল তালিকায়। অর্থাৎ, তাঁদের বিরুদ্ধে গত বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ রয়েছে। বোর্ডের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ‘ক্রিকবাজ়’-এ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দাগী ক্রিকেটারদের খসড়া তালিকায় রাখতে চান না তাঁরা। বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ।

রবিবার দলগুলির কাছে যে তালিকা পাঠানো হয়েছে তাতে ওই আট ক্রিকেটারের নাম নেই। তাঁরা হলেন আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, সফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সুনজামুল ইসলাম, মিজানুর রহমান, নিহাদুজ্জামান এবং মুনির হাসান খান। বোর্ডের ইন্টিগ্রিট ইউনিট জানিয়েছে, এঁরা দাগী ক্রিকেটার।

Advertisement

এর পরেই মুখ খুলেছেন আনামুল। সমাজমাধ্যমের ভিডিয়োয় তিনি বলেছেন, “প্রথমত, আমি যদি কোনও কর্তাকে ফোনে পেতাম তা হলে লাইভ করতামই না। আমি ই-মেলেও যোগাযোগ করার চেষ্টা করেছি। তা-ও পাইনি। আমাকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার কারণ কী? আমি দোষী? যদি দোষী হই তা হলে প্রমাণ চাই। বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসাবে বিসিবি এবং বিপিএলের গভর্নিং কাউন্সিলকে বলছি, আমি দোষী হলে আজীবন নির্বাসিত করে দিন। হয়তো আমি অনেকের প্রিয় নই, অনেকের প্রিয় সতীর্থ নই, আবার অনেকের কাছে ভাল ক্রিকেটার নেই। ঠিক আছে। দোষী হলে আমার আর খেলার দরকার নেই। দোষী না হলে আমার এই হারানো সম্মান ফেরাবে কে?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement