The Ashes 2025-26

গোলাপি বলের টেস্ট নিয়ে লেগে গেল রুট-হেডের, অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্টের আগে বাড়ছে উত্তাপ

অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্ট হবে ব্রিসবেনে, গোলাপি বলে। তার আগে বাক্‌যুদ্ধ দুই দলের ক্রিকেটার জো রুট এবং ট্রেভিস হেডের। রুটের মতে, গোলাপি বলের টেস্টের কোনও দরকারই নেই। হেডের কটাক্ষ, ইংল্যান্ড জিততে পারে না বলেই এমন কথা বলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৪
Share:

(বাঁ দিকে) জো রুট। ট্রেভিস হেড (ডান দিকে)। ছবি: রয়টার্স।

অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্ট হবে ব্রিসবেনে। গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ হতে চলেছে এটি। তার আগে লেগে গেল দুই দলের ক্রিকেটার জো রুট এবং ট্রেভিস হেডের। রুট জানালেন, গোলাপি বলের টেস্টের কোনও দরকারই নেই। হেডের কটাক্ষ, ইংল্যান্ড হয়তো জিততে পারে না বলেই এমন কথা বলছে।

Advertisement

২০১৫ সালে আইসিসি দিন-রাতের টেস্ট আয়োজনের অনুমোদন দেওয়ার পর ২৪টির মধ্যে ১৩টি দিন-রাতের টেস্টই হয়েছে অস্ট্রেলিয়ায়। অসিরা প্রতিটি ম্যাচই জিতেছে। সব মিলিয়ে ১৪টির মধ্যে ১৩টি দিন-রাতের টেস্ট জিতেছে তারা। ইংল্যান্ড সাতটির মধ্যে দু’টি টেস্ট জিতেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে তিন বার হেরেছে তারা।

অ্যাশেজ়ে দিন-রাতের টেস্ট দরকার আছে কি না সেই প্রশ্নের উত্তরে রুট বলেন, “ব্যক্তিগত ভাবে আমার পছন্দ নয়। জানি খেলাটা মশলাদার হয়। অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট সফল এবং জনপ্রিয়। অস্ট্রেলিয়ার রেকর্ডও ভাল। বুঝতেই পারছেন কেন আমরা এই টেস্ট খেলছি। দু’বছর পরেও হয়তো দিন-রাতের টেস্ট থাকবে। এখন এটা টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তবে এ ধরনের সিরিজ়ে কি এই টেস্ট দরকার? আমার মনে হয় না। থাকলেও কিছু এসে যায় না।”

Advertisement

রুটের কথার বিরোধিতা করেছেন হেড। বলেছেন, “আমরা এই টেস্টকে সানন্দে স্বাগত জানিয়েছি। এই টেস্টকে পণ্য হিসাবে তুলে ধরতে পেরেছি এবং ভাল খেলেছি। সত্যি বলতে, গোলাপি বল, সাদা বল, লাল বল— এতে কিছু আসে যায়? গোলাপি বলের টেস্ট দেখতে নিঃসন্দেহে ভাল লাগে। প্রচুর মানুষ মাঠে আসেন। জিতলে খুব ভাল লাগবে। হারলে লাগবে না। দু’দলেরই আলাদা মতামত থাকতে পারে। তবে খেলাটার জন্য দিন-রাতের টেস্ট খুব ভাল।”

হেড আরও বলেছেন, “আমরা টি-টোয়েন্টি, টি-টেনের কথা বলি। আলাদা আলাদা ফরম্যাট তৈরি হয়ে গিয়েছে। টেস্ট খেলাটা তো একই রকম আছে। এখনও পাঁচ দিনের খেলা হয়। শুধু আলাদা রংয়ের বলে খেলা হয় বলে পরিবেশটা অন্য রকম থাকে।”

এ দিকে, পার্‌থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ওপেন করে দলকে জিতিয়েছিলেন হেড। ভবিষ্যতেও ওপেন করতে আপত্তি নেই তাঁর। বলেছেন, “যদি টেস্ট জিততে দরকার হয় তা হলে আমি ওপেন করতে তৈরি। এই পর্যায়ে যে কোনও কাজ করতেই রাজি। সবে এখানে (ব্রিসবেনে) এলাম। গত সপ্তাহে অনেক কথা হয়েছে এ ব্যাপারে। ম্যাচে যতটা সম্ভব অবদান রাখতে চাই। আরাম করার বিশেষ সময় থাকে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement