ইংল্যান্ড দলের ফটোশ্যুট। ছবি: সমাজমাধ্যম।
অ্যাশেজ়ের প্রথম টেস্ট শুরু হবে শুক্রবার। তার দু’দিন আগে, বুধবারই দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। তবে ১১ জন নয়, ১২ জনের দল ঘোষণা করেছে তারা। এক জন বাদ পড়বেন। ইংল্যান্ড সাধারণত দু’দিন আগেই দল জানিয়ে দেয়। চূড়ান্ত একাদশই জানায় তারা। এ বার ব্যতিক্রম।
পাঁচ জোরে বোলার নিয়ে নামতে পারে বেন স্টোকসের দল। শোয়েব বশিরকে স্পিনার হিসাবে ভেবে রাখা হয়েছে। তবে পার্থের পিচ পেস সহায়ক হওয়ায় তাঁর প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা বেশ কম।
ফিট ঘোষণা করা হয়েছে মার্ক উডকে। ফলে প্রথম টেস্টে খেলা নিয়ে সমস্যা নেই। টেস্টের দিন সকালে ইংল্যান্ড ঠিক করবে তারা ব্রাইডন কার্স এবং শোয়েব বশিরের মধ্যে কাকে প্রথম একাদশে রাখবে। যদি চার বিশেষজ্ঞ পেসারের পাশাপাশি অলরাউন্ডার স্টোকসকে ধরে পাঁচ পেসারে নামে ইংল্যান্ড, তবে অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অতীতে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে নামবে তারা।
বুধবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পিচ নির্মাতা ইসাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, পার্থের পিচে পেস এবং বাউন্স, দু’টিই সমান ভাবে পাওয়া যাবে। তাই স্টোকসের সঙ্গে মার্ক উড, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, এবং গাস অ্যাটকিনসন খেলতে পারেন। তবে পার্থের অপ্টাস স্টেডিয়ামের ইতিহাস বলছে, এখানে আগে পাঁচটি টেস্ট হয়েছে। সবচেয়ে বেশি উইকেট এক স্পিনারের। তিনি নেথান লায়ন (২৯)। পিচের মধ্যে শুকনো ভাব দেখা যাওয়ার কারণেই বশিরকে হিসাবের মধ্যে রেখেছে ইংরেজরা।
সমস্যা একটাই। জুলাইয়ে লর্ডসে ভারতের বিরুদ্ধে খেলার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি বশির। আঙুল ভেঙে গিয়েছিল তাঁর। চোট সারিয়ে ফেরার পর ইংল্যান্ড লায়ন্সের একটি ম্যাচে বিশেষ সাফল্য পাননি। ২৪ ওভার বল করে ১৫১ রানে মাত্র ২ উইকেট নিয়েছিলেন।
ইংল্যান্ড দল
বেন ডাকেট, জ়াক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড, জফ্রা আর্চার এবং শোয়েব বশির।