ঝুলন গোস্বামী। — ফাইল চিত্র।
পিচ নয়, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল প্রথম টেস্টে হেরেছে খারাপ খেলার জন্যই। বললেন ঝুলন গোস্বামী। টেস্ট হারের পরই ক্রিকেটারদের দোষ দিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। সেই একই সুর শোনা গেল ঝুলনের মুখে। পাশাপাশি মেয়েদের ক্রিকেটের উন্নতি এবং ভবিষ্যতে কোচ হওয়ার ইচ্ছা নিয়েও কথা বলেছেন ভারতের প্রাক্তন বোলার।
ঝুলন মনে করেন, পিচকে দোষ না দিয়ে ভারতীয় ক্রিকেটারদের উচিত নিজেদের শট নির্বাচন আরও ভাল করা। খারাপ শট খেলার কারণেই ভারতকে হারতে হয়েছে বলে মনে করেন। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের অনুষ্ঠানে হাজির হয়ে ঝুলন বলেছেন, “ম্যাচের পর পিচ নিয়ে মন্তব্য করা কঠিন। ভারত যে ফলাফল চেয়েছিল সেটা পায়নি। যে ভাবে খেলবে ভেবেছিল সেটাও পারেনি। শুভমন গিলের ও ভাবে চোট পেয়ে যাওয়াও দলে প্রভাব ফেলেছে। এত ভাল ব্যাটার ছিটকে যাওয়া একটা ধাক্কা। ও খেলতে পারলে ভাল ফল হতে পারত।”
ঝুলনের সংযোজন, “পিচ খারাপ-ভাল হয়েই থাকে। আমি পিচকে দোষ দিতে রাজি নই। সিএবি, বিসিসিআই সেই সিদ্ধান্ত নেবে। আমি বলতে পারি, ভারত আরও একটু ভাল খেলতে পারত। শট নির্বাচন আরও ভাল হতে পারত। এ রকম পিচে তাড়াহুড়ো না করে সময় নিয়ে খেলা উচিত ছিল।”
আগামী দিনে ভারতের মহিলা দলকে আরও বেশি টেস্ট খেলতে দেখতে চান ঝুলন। তাঁর কথায়, “গত তিন-চার বছর ধরে বোর্ড যে ভাবে মহিলাদের ক্রিকেটের পাশে দাঁড়িয়েছে তা না হলে এই ফল আসত না। ঘরোয়া ক্রিকেটও ভাল হয়েছে। অনেক বেশি মেয়ে ক্রিকেট খেলতে আসছে। ডব্লিউপিএল বড় প্রভাব ফেলেছে। আশা করি এটাকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতে অন্য ফরম্যাটের খেলাও বেশি দেখতে পাব। মেয়েদের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ় যত বেশি হবে ততই ভাল। টেস্ট ক্রিকেট আলাদা খেলা। মেয়েরা অনেক কিছু শিখতে পারবে। বিশ্বকাপের পর অনেক বদলই আসতে পারে।”
ঝুলন জানিয়েছেন, এখনই ভারতের কোচ হওয়ার ব্যাপারে কিছু ভাবছেন না। বাংলার জোরে বোলারের কথায়, “এই মুহূর্তে নয়। সবে বিশ্বকাপ জিতেছে। আপাতত সেই জয়টাই উপভোগ করছি।”