T20 World Cup 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি পাঁচ মাস, এখনই প্রস্তুতি সেরে নিতে চাইছে বাটলারের ইংল্যান্ড!

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়। কিছু ম্যাচ হবে আমেরিকায়। প্রতিযোগিতার আগে পাঁচ মাসের বেশি সময় রয়েছে। তবু এখনই প্রস্তুতি সেরে নিতে চাইছে ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৩
Share:

জস বাটলার। —ফাইল চিত্র।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে জিতিয়ে আত্মবিশ্বাসী হ্যারি ব্রুক। সিরিজ়ের শেষ দু’টি ম্যাচে আগামী বছরের বিশ্বকাপের ছন্দ তৈরি হয়ে যাবে বলে মনে করেছেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজ় হলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

Advertisement

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ়েই। সেখানকার মাঠ, উইকেটগুলি সম্পর্কে ধারনা তৈরি নিতে চাইছে গত বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। এক দিনের বিশ্বকাপে হতাশাজনক ফলাফলের পর জস বাটলারদের নজর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। তাই এখন থেকেই সম্ভাব্য দল তৈরি করে নিয়ে এগোতে চাইছে ইংরেজরা। ব্রুক বলেছেন, ‘‘বিশ্বকাপের এখন অনেক দেরি। তবু সিরিজ়ের বাকি দু’টি ম্যাচ গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতাই বিশ্বকাপের সময় বড় পার্থক্য তৈরি করতে পারে। এখানকার পিচ, দর্শকদের সম্পর্কে আমাদের ভাল অভিজ্ঞতা হবে।’’ ব্রুক আরও বলেছেন, ‘‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলেছিলাম। সে বারও সিরিজ় বাঁচানোর জন্য শেষ দু’টি ম্যাচ আমাদের জিততে হত। আমরা নকআউট ম্যাচের মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম। এ বারও পরিস্থিতিও একই রকম। তাই শেষ দু’টি ম্যাচ আমরা ফাইনাল মনে করে খেলতে নামব।’’ ব্রুক বোঝাতে চেয়েছেন, কঠিন বা চাপের পরিস্থিতিতে তাঁরা কেমন পারফর্ম করতে পারছেন তা ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতেই বুঝে নিতে চান। আগামী বছরের বিশ্বকাপে কী ভাবে খেলা উচিত, সেই ধারনা নিয়ে দেশে ফিরতে চান তিনি। উল্লেখ্য, আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শনিবারের জয় নিয়ে বলেছেন, ‘‘শেষ ম্যাচে জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী করেছে। আমরা যে বড় রান সফল ভাবে তাড়া করতে পারি, এই বিশ্বাস তৈরি হয়েছে দলে।’’ কি ভাবে খেললেন ৭ বলে ৩১ রানে ম্যাচ জেতানো ইনিংস? ব্রুক বলেছেন, ‘‘চেষ্টা করেছি মাথা ঠান্ডা রেখে খেলতে। প্রতিটা বল যতটা সম্ভব জোরে মারার চেষ্টা করেছি। জয় দিয়ে শেষ করতে পারায় খুব ভাল লেগেছে। আশা করি ক্রিকেটজীবনে এমন ইনিংস আরও খেলতে পারব।’’

Advertisement

শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য ২১ রান বাকি থাকলেও ঠান্ডা মাথায় সেই রান তুলে নেন ব্রুক। আন্দ্রে রাসেল থামাতে পারেননি তাঁকে। ২০তম ওভারের প্রথম বলে চার মারার পর দ্বিতীয় এবং তৃতীয় বলে পর পর দু’টি ছক্কা মারেন ব্রুক। তাতেইচাপে পড়ে যান প্রায় দু’বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কেকেআর অলরাউন্ডার। এর পর চতুর্থ বলে ২ রান নিয়ে এবং পঞ্চম বলে আবার একটি ছয় মেরে খেলা শেষ করে দেন ব্রুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন