মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স।
অ্যাশেজ় সিরিজ়ের শুরুতেই চাপে ইংল্যান্ড। পার্থ টেস্টের প্রথম তিন ঘণ্টাতেই শেষ বেন স্টোকসদের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘বাজ়বল’ খেলতে গিয়ে ১৭২ রানেই অল আউট ইংল্যান্ড। মিচেল স্টার্ক একাই তুলে নিলেন ৭ উইকেট। সমস্যায় অস্ট্রেলিয়াও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৪ উইকেটে ৩১। এখনও পর্যন্ত ১৪১ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস। কিন্তু পার্থের ২২ গজে ইংল্যান্ডের ব্যাটারেরা সুযোগ কাজে লাগাতে পারলেন না। শুরুতেই আউট হয়ে যান ওপেনার ওপেনার জ্যাক ক্রলি (০)। অন্য ওপেনার বেন ডাকেটও (২১) দলকে তেমন ভরসা দিতে পারলেন না। দু’জনকেই আউট করেন স্টার্ক। জো রুটকেও (০) দ্রুত আউট করে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন স্টার্ক।
৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামলান তিন নম্বরে নামা অলি পোপ এবং পাঁচ নম্বরে নামা ব্রুক। চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৫৫ রান। পোপকে (৪৬) আউট করেন ক্যামেরুন গ্রিন। ব্রুক করলেন ৫২। ইংল্যান্ডের বাকি ব্যাটারদের মধ্যে বলার মতো রান কেবল জেমি স্মিথের ৩৩। ব্যর্থ অধিনায়ক স্টোকসও (৬)। একটিও বড় রানের জুটি তৈরি করতে পারেনি ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার জোরে বোলারদের সামলাতে পারলেন না ইংল্যান্ডের ব্যাটারেরা। ইংরেজদের সবচেয়ে সমস্যায় ফেললেন স্টার্ক। সফরকারীদের প্রথম সারির পাঁচ ব্যাটারকে আউট করলেন তিনি। মূলত তাঁর দাপটেই ৩২.৫ ওভারে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫৮ রানে ৭ উইকেট নিলেন স্টার্ক। এ ছাড়া ২৭ রানে ২ উইকেট ব্রেন্ডন ডগেটের। ১০ রানে ১ উইকেট গ্রিনের।
রান তাড়া করতে নেমে সমস্যায় অস্ট্রেলিয়াও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের রান ৪ উইকেটে ৩১। আউট হয়ে গিয়েছেন দুই ওপেনার জ্যাক ওয়েদারাল্ড (০), মার্নাস লাবুশেন (৯), অধিনায়ক স্টিভ স্মিথ (১৭) এবং উসমান খোয়াজা (২)। জফ্রা আর্চার এবং ব্রাইডন কার্স ২টি করে উইকেট নিয়েছেন।