India vs South Africa 2025

যথারীতি দ্বিতীয় টেস্টে দলে নেই শুভমন, ছেড়ে দেওয়া হল ভারত অধিনায়ককে, চিকিৎসার জন‍্য আপাতত মুম্বই চলে যাচ্ছেন গিল

শুভমন গিলকে নিয়ে আশঙ্কা সত্যি হল। এখন খেলার মতো ফিট নন অধিনায়ক। গুয়াহাটি টেস্টেও তিনি খেলতে পারবেন না। শুক্রবার তাঁকে দল থেকে ছেড়ে দিলেন গৌতম গম্ভীরেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১০:৩৯
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল শুভমন গিলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শুভমনকে ছেড়ে দিলেন গৌতম গম্ভীরেরা। ঘাড়ের চোট এখনও ঠিক হয়নি ভারতীয় দলের অধিনায়কের। গুয়াহাটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল। শুভমন চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বইয়ে যাচ্ছেন।

Advertisement

গুয়াহাটি টেস্টে শুভমনের খেলার যে সম্ভাবনা নেই, তা আগেই প্রকাশিত হয়েছিল আনন্দবাজার ডট কম-এর একাধিক প্রতিবেদনে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অধিনায়ককে নিয়ে ধোঁয়াশা তৈরি করেছিল। দলের সঙ্গে কলকাতা থেকে গুয়াহাটিতেও তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত শুভমনকে ছেড়েই দিতে হল দল থেকে। ভারতীয় দলের মেডিক্যাল স্টাফেরা শুভমনের চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি। বিসিসিআই সমাজমাধ্যমে এই খবর জানিয়েছে।

শুভমনের অনুপস্থিতিতে গুয়াহাটি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। শুভমন গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে যাবেন। ঘাড়ের চোট সারাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। সম্ভবত দিনশ পারদিওয়ালার কাছে নিয়ে যাওয়া হবে শুভমনকে। তার পর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন শুভমন। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।

Advertisement

কলকাতার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দলের সঙ্গে যোগ দিলেও এক দিনও অনুশীলন করতে পারেননি শুভমন। হোটেল থেকে কলকাতা বিমানবন্দরে দলের বাসেও যাননি তিনি। আলাদা গাড়িতে বিমানবন্দরে যান। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় দলের ফিজিয়ো। উল্লেখ্য, বৃহস্পতিবারই ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়েছিলেন, শুভমনের পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের মেডিক্যাল স্টাফেরা। শুভমন আবার করে মাঠে ফিরতে পারবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি বিসিসিআই বা ভারতীয় দলের পক্ষ থেকে।

শুভমনের জায়গায় ভারতের প্রথম একাদশে ঢুকতে পারেন সাই সুদর্শন। শুভমনকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না, তা আগেই সম্ভবত বুঝতে পেরেছিলেন গম্ভীর। সে কারণে গত মঙ্গলবার কলকাতায় সুদর্শনকে দীর্ঘ ক্ষণ ব্যাটিং অনুশীলন করান ভারতীয় দলের কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement