বেন স্টোকস। —ফাইল চিত্র।
ভারতের বিরুদ্ধে সিরিজ়ের প্রস্তুতিতে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে চার দিনের ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ক্রেগ আরভিনদের বিরুদ্ধে ইনিংস এবং ৪৫ রানে জয়ের পর বেন স্টোকসের ভাবনায় ভারত। পাঁচ টেস্টের সিরিজ়ের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। অলরাউন্ডার হিসাবেই পাওয়া যাবে তাঁকে।
অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন স্টোকস। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১১.২ ওভার বল করে তিন উইকেট নিয়েছেন। ব্যাট বা বল করতে কোনও সমস্যা হয়নি তাঁর। তাই ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার পরিকল্পনা বাতিল করেছেন স্টোকস। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বল হাতে সাফল্য পেলেও ব্যাট হাতে রান পাননি। তা নিয়ে বিশেষ উদ্বিগ্ন নন। তিনি বলেছেন, ‘‘সব কিছু ভালই হয়েছে। মাঠে নেমে বেশ লাগল। অনেক দিন ক্রিকেট থেকে দূরে ছিলাম। প্রস্তুতির জন্য লায়ন্সের হয়ে খেলার কথা ভেবেছিলাম। ম্যাচ অনুশীলনের জন্যই ভেবেছিলাম খেলব। তবে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে কয়েক ওভার বল করলাম। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন অনেক বেশি স্বচ্ছন্দ লেগেছে। যে ছন্দটার খোঁজে ছিলাম, সেটা পেয়েছি। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ়ের আগে আর ম্যাচ খেলব না। সামনে ১০টা গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে আমাদের। তার আগে বিশ্রামটাও জরুরি। কারণ সবগুলোই কঠিন ম্যাচ। প্রথমে ভারতের বিরুদ্ধে পাঁচটা। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটা।’’
মাঠে ফিরলেও অস্ত্রোপচারের জন্য এখনও সম্পূর্ণ স্বাভাবিক বোধ করছেন না ইংল্যান্ডের অধিনায়ক। তা নিয়ে বলেছেন, ‘‘আর একটু সময় লাগবে। অস্ত্রোপচারের পর শরীরে কিছু জ্বালা-যন্ত্রণা থাকেই। এই ম্যাচটা যে ভাবে খেললাম, তাতে আমি খুশি। কঠোর পরিশ্রম করেছি ম্যাচটা খেলার জন্য। ম্যাচটা আমাকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দেবে। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের আগে এখনও তিন সপ্তাহ মতো সময় আছে। সময়টা কাজে লাগাতে হবে। কঠোর অনুশীলন যেমন করতে হবে, তেমনই পর্যাপ্ত বিশ্রামও নিতে হবে।’’ অর্থাৎ অভিমন্যু ঈশ্বরণদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি।
ভারতের বিরুদ্ধে সিরিজ় নিয়ে পরিকল্পনা শুরু করেছেন? স্টোকস বলেছেন, ‘‘ইংল্যান্ডের হয়ে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপরা নিজেদের সেরাটাই দিয়েছে। সবাই দেখেছেন ওরা কেমন ব্যাট করেছে। আমরা প্রতিটি ম্যাচ এ ভাবেই খেলতে চাই। বিশেষ করে পোপের কথা বলব। তিন নম্বর ব্যাটারকে অনেক সময় দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয় প্যাড পরে। এই ম্যাচে যেমন ওকে হয়েছে। তাও মাঠে নেমে ইনিংসের ছন্দটা বজায় রেখেছে। দ্রুত রান তুলেছে। ও দলের সহ-অধিনায়ক। খুব দায়িত্ব নিয়ে খেলে। পরে টেস্টগুলোতেও আমরা হয়তো ওকে তিন নম্বরেই খেলাব।’’
স্টোকসের ভাবনায় এখন শুধু ভারত। শুভমন গিলের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না। অলরাউন্ডার হিসাবেই খেলতে চান। উল্লেখ্য, চোটের জন্য বেশ কিছু দিন বল করতে পারছিলেন না স্টোকস।