বেন স্টোকস। ছবি: পিটিআই।
অ্যাশেজ় সিরিজ়ের তৃতীয় টেস্টেও দাপট বাড়ছে অস্ট্রেলিয়ার। অ্যাডিলেডে তৃতীয় দিনের চা বিরতিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১১৯। ইংল্যান্ডের থেকে ২০৩ রানে এগিয়ে প্যাট কামিন্সেরা।
শুক্রবার বেন স্টোকসদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৬ রানে। বৃহস্পতিবার অপরাজিত থাকা স্টোকস এবং জফ্রা আর্চারের জুটি দলকে টেনে নিয়ে যায় ২৭৪ রান পর্যন্ত। মিচেল স্টার্কের বলে স্টোকস ব্যক্তিগত ৮৩ রানে আউট হওয়ার পর ইংল্যান্ডের ইনিংস আর বেশি এগোয়নি। আর্চার ভাল লড়াই করলেন ব্যাট হাতে। তিনি ৫১ রান করে স্টক বোল্যান্ডের বলে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে আউট হতেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। ৭ রানে অপরাজিত থাকেন জশ টং।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সফলতম বোল্যান্ড ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ৬৯ রানে ৩ উইকেট কামিন্সের। ৭০ রানে ২ উইকেট নাথান লায়নের। স্টার্ক এবং ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট পেয়েছেন।
প্রথম ইনিংসে ৮৫ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড (১) শুরুতেই ফিরে যান। রান পেলেন না লাবুশেনও (১৩)। ৫৩ রানে ২ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার ইনিংস টানছেন ট্রেভিস হেড এবং উসমান খোয়াজা। বিরতির সময়ে হেড ৬৮ এবং খোয়াজা ২৭ রানে অপরাজিত। প্রাথমিক সুবিধা কাজে লাগাতে পারেননি স্টোকসেরা। ১টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স এবং টং।