England

T20 World Cup 2021: বাংলাদেশ শক্ত বাধা, মানছেন বাটলার

বাংলাদেশ আবার প্রথম ম্যাচে হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে। যে ম্যাচ হারার জন্য কাঠগড়ায় উঠেছে বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ০৮:৩৫
Share:

সতর্ক: কঠিন লড়াইয়ের জন্য তৈরি, বলছেন বাটলার। ফাইল ছবি

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে তারা। কিন্তু তা বলে বাংলাদেশের বিরুদ্ধে কোনও রকম আত্মতুষ্টিকে প্রশ্রয় দিতে নারাজ ইংল্যান্ড।

Advertisement

আজ, বুধবার আবু ধাবিতে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। তার আগে, মঙ্গলবার ইংল্যান্ডের উইকেটকিপার জশ বাটলার সাংবাদিকদের বলেছেন, ‘‘ভুল করার কোনও জায়গায়ই নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে ছন্দটা ধরে রাখা অত্যন্ত জরুরি। সেটাই আমরা ধরে রাখতে চাই।’’

বাংলাদেশ আবার প্রথম ম্যাচে হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে। যে ম্যাচ হারার জন্য কাঠগড়ায় উঠেছে বাংলাদেশের বোলিং এবং ফিল্ডিং। তা সত্ত্বেও শাকিব আল হাসানদের সমীহ করতে ভুলছেন না বাটলার। ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘‘বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। বিপজ্জনকও। ওদের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমরা কঠিন লড়াইয়ের জন্য তৈরি আছি।’’

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটা তুলে ধরতে মরিয়া বাংলাদেশও। তাদের বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন, ‘‘আমরা জানি ইংল্যান্ড কতটা শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে লড়াই করতে গেলে বা জিততে গেলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে।’’ যোগ করেন, ‘‘আমি দলের বোলার এবং ব্যাটারদের সঙ্গে কথা বলেছি। বোলারদের বুঝিয়েছি, তোমরা মার খেতেই পারো। কারণ ওরা আগ্রাসী ব্যাট করার মানসিকতা নিয়েই মাঠে নামে। আর সে কারণে উইকেট পাওয়ার সুযোগও থাকে।’’

বিপক্ষ দলকে নিয়ে বাটলারের মন্তব্য, ‘‘অবশ্যই আমরা সবার জন্য পরিকল্পনা করেই মাঠে নামি। তবে বিপক্ষের চেয়েও আমরা নিজেদের ক্রিকেট নিয়ে বেশি ভাবি। দল হিসেবে সেরাটা দিতেই আমরা মাঠে নামব।’’

অতীতে ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করা গিবসন এখন বাংলাদেশের দায়িত্বে। তাঁর সাফ কথা, ‘‘আমাদের সেরা খেলাটা খেলতেই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে।’’ দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে নামিবিয়ার সঙ্গে। মূলপর্বে বুধবারই প্রথম মাঠে নামবে নামিবিয়া। কিন্তু স্কটল্যান্ড আগের ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে।

নামিবিয়া বনাম স্কটল্যান্ড: সন্ধ্যা ৭.৩০। স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন