ICC Ranking

ইংল্যান্ডের হারের হতাশা বাড়িয়ে দিল আইসিসি! এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় আটে ব্রুকেরা, ভারত কোথায়?

এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় প্রথম ২০টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকা, নেপাল, কানাডা, নামিবিয়া। প্রথম ১০ দলের মধ্যে জায়গা ধরে রেখেছে বাংলাদেশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭
Share:

হ্যারি ব্রুক। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ভরাডুবি হয়েছে মঙ্গলবার। পরের দিনই হ্যারি ব্রুকদের হতাশা আরও বাড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রমতালিকা। এক দিনের ক্রিকেটের নতুন ক্রমতালিকা অনুযায়ী অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ স্থান বজায় রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারত।

Advertisement

আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে ভারত। রোহিত শর্মার দলের রেটিং ১২৪। ২০২৫ সালে এক দিনের ক্রিকেটে অপরাজিত রয়েছে ভারত। আটটি ম্যাচ খেলে সবগুলিতেই জয় পেয়েছেন রোহিতেরা। ভারতের পরের এক দিনের সিরিজ় আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজ়ের প্রথমটি হবে ১৯ অক্টোবর পার্‌থে। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভাল এবং তৃতীয় ম্যাচ ২৫ অক্টোবর সিডনিতে। এক দিনের ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাতেও শীর্ষে রয়েছে ভারত। টেস্টের ক্রমতালিকায় চতুর্থ স্থানে শুভমন গিলের দল।

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট নিউ জ়িল্যান্ড। কিউয়িদের রেটিং ১০৯। তৃতীয় স্থানে ২০২৩ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সদের রেটিং ১০৬। চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ১০৩। পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। তাদের রেটিং ১০০। দক্ষিণ আফ্রিকারও রেটিং ১০০। তবু টেম্বা বাভুমার দল ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে আফগানিস্তান। রশিদ খানদের রেটিং ৯১। তার পর অষ্টম স্থানে ইংল্যান্ড। ব্রুকের দলের রেটিং ৮৭। নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ়ের রেটিং ৮০। ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে বাংলাদেশ।

Advertisement

প্রথম ২০টি দলের মধ্যে জায়গা করে নিয়েছে আমেরিকা, নেপাল, কানাডা, নামিবিয়া। ক্রমতালিকায় একাদশ এবং দ্বাদশ স্থানে রয়েছে যথাক্রমে জ়িম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড। ১৩ নম্বরে স্কটল্যান্ড। তার পর ১৪ নম্বরে আমেরিকা। ১৫তম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ক্রমতালিকায় ১৬তম থেকে ২০তম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে ওমান, নেপাল, নামিবিয়া, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement