Gus Atkinson

চোটে অনিশ্চিত ইংরেজ পেসার, প্রথম টেস্টে নামার আগেই সুবিধা পেতে পারে ভারত

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। চোটের কারণে প্রথম টেস্টে ইংরেজ বোলার গাস অ্যাটকিনসনের খেলা অনিশ্চিত। সুস্থ হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৪:২৩
Share:

চোটে অনিশ্চিত ইংরেজ পেসার অ্যাটকিনসন। ছবি: রয়টার্স।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই টেস্টে সুবিধা হতে পারে তাদের। চোটের কারণে প্রথম টেস্টে ইংরেজ বোলার গাস অ্যাটকিনসনের খেলা অনিশ্চিত। প্রথম টেস্টের আগে সুস্থ হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

Advertisement

ডান দিকের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে অ্যাটকিনসনের। ‌জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে খেলতে গিয়েই চোট লেগেছে তাঁর। ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ে খেলতে পারেননি। প্রথম টেস্টে আগে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশ কম।

ইংল্যান্ড দল থেকে আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন মার্ক উড এবং অলি স্টোন। বুড়ো আঙুলে চোট পেয়ে পিছিয়ে গিয়েছে জফ্রা আর্চারের খেলাও। এ বার অ্যাটকিনসনও চোট পাওয়ায় অস্বস্তি বেড়েছে ইংল্যান্ড দলে।

Advertisement

চলতি সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে পারেন ক্রিস ওক্‌স। তিনিও গোড়ালির চোট সারিয়ে ফিরছেন। সব ঠিক থাকলে প্রথম টেস্টে তাঁকে খেলানো হতে পারে। এ ছাড়া চোট সারিয়ে ফিরেছেন ব্রাইডন কার্সও।

এসেক্সের বোলার স্যাম কুক, ডারহ্যামের ম্যাথু পটসকে বিকল্প হিসাবে ইংল্যান্ড দলে নেওয়া হতে পারে। এ ছাড়া নটিংহ্যামশায়ারের জশ টাং রয়েছেন। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দু’টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ড লায়ন্স দলের হয়েও খেলার কথা রয়েছে।

ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর ১২টি টেস্ট খেলেছেন অ্যাটকিনসন। ৫৫টি উইকেট পেয়েছেন, যা বাকি বোলারদের মধ্যে সর্বোচ্চ।

ফিটনেস পরীক্ষা করে দেখতে লায়ন্সের হয়ে খেলার কথা ছিল বেন স্টোকসের। তিনি সম্ভবত খেলবেন না। তবে অলরাউন্ডার জেকব বেথেলকে সুযোগ দেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement