India vs England 2025

লিডস টেস্টে ইংল্যান্ডকে চাপে ফেলে দিলেন দলে না থাকা এক বোলার! স্টোকসদের কী বললেন পেসার?

লিডসে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চাপে ইংল্যান্ড। বেন স্টোকসের দলকে আরও চাপে ফেলে দিলেন দলে না থাকা এক বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১২:৪২
Share:

বেন স্টোকস। ছবি: পিটিআই।

এমনিতেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে চাপে ইংল্যান্ড। বেন স্টোকসের দলকে আরও চাপে ফেলে দিলেন দলে না থাকা এক বোলার। চোটের জন্য বাদ পড়া মার্ক উড বুঝিয়েই দিলেন, প্রথম চারটি টেস্টে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।

Advertisement

চোট-আঘাতে জর্জরিত ইংল্যান্ডের বোলিং আক্রমণ। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে উ়ড ছাড়াও স্টোকসেরা পাচ্ছেন না গ্যাস অ্যাকটিনসন, জফ্রা আর্চারের মতো প্রথম সারির জোরে বোলারকে। এই সুযোগ ভাল ভাবেই কাজে লাগিয়েছেন শুভমন গিল, যশস্বী জয়সওয়ালেরা।

হাঁটুর চোটে ভুগছেন উড। তাঁর আশা, কয়েক দিন পর থেকেই অনুশীলন শুরু করতে পারবেন। তবে মাস খানেকের মধ্যে খেলার যে আর সম্ভাবনা নেই, বুঝিয়ে দিয়েছেন তিনি। চোট নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না। আপাতত লক্ষ্য, ভারতের বিরুদ্ধে অন্তত পঞ্চম টেস্টটা খেলা। ৩৫ বছরের উড ‘বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল’-কে বলেছেন, ‘‘রিহ্যাব খুব ভাল হচ্ছে। অল্প অল্প বল করতে শুরু করেছি। মাঠের ফেরার পদ্ধতি শুরু করে দিয়েছি।’’ কত দিন লাগবে খেলায় ফিরতে? উড বলেছেন, ‘‘আশা করছি ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে পারব। যাদের বিরুদ্ধে খেলতে হবে, তাদের দিকে নজর রাখছি। সম্ভবত সিরিজ়ের শেষ টেস্টে আমাকে পাওয়া যাবে। আরও আগে খেলার মতো জায়গায় পৌঁছোতে পারলে তার থেকে ভাল কিছু হতে পারে না। সেটা না হলেও অন্তত শেষ টেস্ট যাতে খেলতে পারি, তার জন্য সব রকম চেষ্টা করব।’’

Advertisement

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুর লিগামেন্টে চোট পান উড। অস্ত্রোপচার করাতে হয়। চার মাসের জন্য ছিটকে যান ক্রিকেট থেকে। এখন কেমন আছেন? ইংরেজ ক্রিকেটার বলেছেন, ‘‘খুব ধীরে শুরু করেছি। তেমন কিছুই নয়। অত্যন্ত সামান্য বল করছি। বেশি ধকল নেওয়া এখনই সম্ভব নয়। আশা করছি, কিছু দিন পর স্বাভাবিক বোলিং শুরু করতে পারব। এই সিরিজ়ের শেষ টেস্টটা খেলার ব্যাপারে আমি খুবই আশাবাদী। যদিও নিশ্চিত হওয়ার জন্য কয়েকটা দিন আরও অপেক্ষা করতে হবে।’’

পাঁচ টেস্টের সিরিজ়ে মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট। তাই আর তর সইছে না উডের। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ওভালে শুরু হবে ৩১ জুলাই থেকে। তার আগে ২২ জুলাই থেকে ডারহামের হয়ে সমারসেটের বিরুদ্ধে একটি কাউন্টি ম্যাচ খেলতে পারেন উড। সেই ম্যাচে দেখে নেওয়া হবে উডের ফিটনেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement