ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমেই ইংল্যান্ডের রেকর্ড, অসিদের বিরুদ্ধে রানের পাহাড়ে নজির ডাকেটেরও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়ল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৫১ রান করল তারা। প্রতিযোগিতার ইতিহাসে যা সর্বাধিক। ১৬৫ রান করে নজির গড়লেন ওপেনার বেন ডাকেটও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের পর ইংল্যান্ডের বেন ডাকেট। ছবি: পিটিআই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়ল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৫১ রান করল তারা। প্রতিযোগিতার ইতিহাসে যা সর্বাধিক। ১৬৫ রান করে নজির গড়লেন ওপেনার বেন ডাকেটও।

Advertisement

প্রথম সারির পাঁচ ক্রিকেটারকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। উল্টো দিকে ছিল ইংল্যান্ড। কয়েক দিন আগেই ভারতের বিরুদ্ধে চুনকাম হয়েছিল তারা। তাই দু’দলের কাছেই জয় গুরুত্বপূর্ণ। লাহোরের মাঠে প্রথমে ব্যাট করে ৩৫১ রান করল ইংল্যান্ড। তাদের হয়ে ১৬৫ রানের ইনিংস খেললেন বেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড গড়লেন তিনি। এই প্রতিযোগিতায় একটি ইনিংসে এটি কোনও ব্যাটারের করা সর্বাধিক রান। ২১ বছর আগের রেকর্ড ভেঙেছেন ডাকেট। ২০০৪ সালে আমেরিকার বিরুদ্ধে ১৪৫ রান করেছিলেন নিউ জ়িল্যান্ডের নেথান অ্যাস্টল। দলগত রেকর্ডও হল ইংল্যান্ডের। ২০০৪ সালে সেই ম্যাচেই ৩৪৭ রান করেছিল নিউ জ়িল্যান্ড। সেই নজিরও ভেঙে গেল।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত কাজে লাগল না অস্ট্রেলিয়ার। যদিও ইংরেজ ওপেনার ফিল সল্ট মাত্র ১০ রানে আউট হন। অ্যালেক্স ক্যারের দুরন্ত ক্যাচে ফেরেন তিনি। তিন নম্বরে জেমি স্মিথও রান পাননি। দুই উইকেট পড়ার পর ইংল্যান্ডের ইনিংস সামলান ডাকেট ও জো রুট।

Advertisement

পরের ২৫ ওভার ব্যাট করেন ডাকেট ও রুট। ১৫৮ রানের জুটি বাঁধেন। সেখানেই খেলায় পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। দেখে মনে হচ্ছিল দুই ব্যাটারই শতরান করবেন। ডাকেট শতরান করলেও রুট পারেননি। ৬৮ রান করে ফেরেন তিনি। ভারতের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে চোট পেয়েছিলেন ডাকেট। তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। তিনি শুধু খেললেন না, ইংল্যান্ডের রেকর্ডের পথে নিজের রেকর্ডও করলেন।

নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের উইকেট পড়লেও এক দিকে ছিলেন ডাকেট। দেখে মনে হচ্ছিল দ্বিশতরান করবেন। কিন্তু ১৬৫ রান করে মার্নাশ লাবুশেনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। শেষ দিকে হাত খোলেন জোফ্রা আর্চার। ১০ বলে ২১ রান করেন তিনি। অনিয়ন্ত্রিত বোলিং করেন অস্ট্রেলিয়ার বোলারেরা। অতিরিক্ত হিসাবে ২৩ রান দেন তাঁরা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান করে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য কঠিন। প্রথম সারির বেশ কয়েক জন ক্রিকেটার নেই। ইংল্যান্ডকে এই ম্যাচে হারাতে হলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড রান তাড়া করতে হবে তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement