জাতীয় সঙ্গীত গাইতে মাঠে উপস্থিত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ছবি: সমাজমাধ্যম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাঠে খেলছে না ভারত। তাদের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। অথচ সেই পাকিস্তানের মাঠেই বাজল ভারতের জাতীয় সঙ্গীত! তা শুনেই চিৎকার করে ওঠেন দর্শকেরা। কয়েক সেকেন্ড পরেই তা বন্ধ করে দেওয়া হয়। ভারতের জাতীয় পতাকা নিয়ে বিতর্কের পর এ বার জাতীয় সঙ্গীত বিভ্রাট চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
শনিবার লাহোরে ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তার আগে মাঠে নেমেছিলেন দু’দলের ক্রিকেটারেরা। প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়। তার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা অপেক্ষা করছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। তখনই চমক।
হঠাৎ করে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। ‘ভাগ্যবিধাতা’ কথাটি স্পষ্ট শোনা যায়। তা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়। তার পরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাৎপর্যপূর্ণ বিষয়, যে ইংরেজরা ২০০ বছর ভারত শাসন করেছে, তাদের জাতীয় সঙ্গীত বাজার পরেই ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল। তা-ও এমন একটি মাঠে, যেখানে ভারতের কোনও নাম-গন্ধ নেই।
এই ঘটনার পর অনেকে প্রশ্ন করেন, ভারত তো পাকিস্তানে কোনও ম্যাচই খেলবে না। তাই সেখানকার কোনও মাঠেই ভারতের জাতীয় সঙ্গীত তৈরি রাখার কথা নয়। তা হলে কেন তা বাজল। নিছকই ভুল? না কি অন্য কোনও কারণ রয়েছে এর নেপথ্যে? এই বিষয়ে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কোনও মন্তব্য করেনি।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
এর আগে ভারতের জাতীয় পতাকা নিয়ে বিতর্ক হয়েছিল পাকিস্তানের স্টেডিয়ামে। গত সোমবার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে দেখা গিয়েছিল, লাহোর, করাচির স্টেডিয়ামে বাকি দেশগুলির পতাকা থাকলেও ভারতের পতাকা নেই। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। প্রথা অনুযায়ী, যে যে মাঠে খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকে। পাশাপাশি আইসিসির পতাকাও থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দেশ খেলে। সুতরাং, পাকিস্তানের তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা। ২০২৩ সালে ভারতে যখন এক দিনের বিশ্বকাপ হয়েছিল, তখনও তা দেখা গিয়েছিল।
সেই বিতর্কের পর করাচির স্টেডিয়ামে দেখা যায় ভারতের পতাকা। পাকিস্তানের এক ইউটিউবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের পতাকার পাশেই রয়েছে ভারতের পতাকা। সেই বিতর্কের আঁচ কমতে না কমতেই আরও একটি বিভ্রাট দেখা গেল পাকিস্তানের মাটিতে। তাতে আবার জুড়ে গেল ভারতের নাম।