অনুশীলনে পাকিস্তানের ব্যাটারেরা। ছবি: পিটিআই।
ভারতের বিরুদ্ধে ম্যাচটি পাকিস্তানের কাছে মরণ-বাঁচন লড়াই। ওই ম্যাচ হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে যাবে মহম্মদ রিজ়ওয়ানদের জন্য। তাই ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বাড়তি অনুশীলন করলেন বাবর আজ়মেরা।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬০ রানে হেরে যায় পাকিস্তান। রবিবার ভারতের বিরুদ্ধে হারলে সেমিফাইনালে ওঠা কঠিন হবে তাদের। তাই দুবাইয়ে পাক ব্যাটারেরা বাড়তি ২০ মিনিট অনুশীলন করলেন। বাবর গত ম্যাচে ৯০ বলে ৬৪ রান করেছিলেন। তিনি দ্রুত রান করলে পাকিস্তান শেষ দিকে লড়াই করার মতো সুযোগ পেতে পারত। সেই বাবরকে অনুশীলনে দেখা গেল সব বোলারের বিরুদ্ধে অন্তত দু’ওভার করে খেলতে। অনুশীলনে শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফকে দেখা যায় সাত ওভার করে বল করতে।
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ এবং অধিনায়ক রিজ়ওয়ানকে দেখা যায় বেশ কিছু ক্ষণ আলোচনা করতে। গত ম্যাচে হারের পর দলে কিছু পরিবর্তন করা হতে পারে। ওপেনার ফখর জমানের চোট। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কোনও ম্যাচ খেলতে পারবেন না। সেই জায়গায় ইমাম উল হককে দলে নিয়েছে পাকিস্তান।
ভারত-পাক ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ২৯ বছর পর পাকিস্তান কোনও আইসিসি প্রতিযোগিতার আয়োজক। তবে ভারত-পাক ম্যাচটি হবে দুবাইয়ে। নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে যায়নি। রোহিতেরা সব ম্যাচ দুবাইয়ে খেলবেন।